জোর করে বিদ্যুতের খুঁটিতে তোলা হল, তারপর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু! মৃতের পরিচয় মানতে নারাজ বিদ্যুৎ দফতর – এবেলা

এবেলা ডেস্কঃ

মধ্যপ্রদেশের শিবপুরী জেলার কোলারা থানার অন্তর্গত গ্রাম নিভোদায় এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। বিদ্যুৎ সংস্থার ১১ কেভি লাইনের ত্রুটি মেরামত করতে খুঁটিতে উঠেছিলেন ৫৫ বছর বয়সী রমন শর্মা। কাজ শুরু করার পরই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং সঙ্গে সঙ্গেই তার মৃত্যু হয়। ঘটনার পর তার মরদেহ দীর্ঘক্ষণ খুঁটিতে ঝুলন্ত অবস্থায় ছিল।

পরিবারের অভিযোগ, রমন শর্মা গত কয়েক বছর ধরে স্থানীয় লাইনম্যানদের হয়ে বিদ্যুতের খুঁটিতে চড়ে মেরামতির কাজ করতেন। তার পরিবার আরও জানায়, লাইনম্যানরা তাকে জোর করে বিদ্যুতের খুঁটিতে তুলেছিল এবং সেই সময় লাইনে বিদ্যুৎ সরবরাহ চালু ছিল। যার ফলস্বরূপ এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। অন্যদিকে, বিদ্যুৎ দফতর সম্পূর্ণভাবে মৃত ব্যক্তিকে অস্বীকার করেছে এবং জানিয়েছে যে তাদের কোনো কর্মী এই ঘটনার সঙ্গে জড়িত নন।

ঘটনার খবর পেয়ে কোলারা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে বহু কষ্টে রমন শর্মার মরদেহ নিচে নামানো হয় এবং ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। স্থানীয়দের মতে, এই দুর্ঘটনা ঘটার পর বিদ্যুৎ সংস্থার যে কর্মী ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, তিনি সেখান থেকে পালিয়ে যান। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে এবং মৃতের পরিবার অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। তবে, বিদ্যুৎ সংস্থার ম্যানেজার অশোক মঙ্গল জানিয়েছেন যে রমন শর্মা নিজ উদ্যোগে এই কাজ করতেন এবং এর সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। পুলিশ আপাতত একটি অপমৃত্যুর মামলা দায়ের করে ঘটনার গভীরে তদন্ত করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *