চার দশকে এমনটা দেখেনি কলকাতা, মঙ্গলে ফের কী ঘটবে, আশঙ্কায় কাঁপছে শহর – এবেলা

এবেলা ডেস্কঃ
কলকাতায় গত চার দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বৃষ্টিতে শহর কার্যত অচল হয়ে পড়েছে। সোমবার রাত থেকে টানা বর্ষণে জনজীবন থমকে গেছে, মাথায় হাত পুজো উদ্যোক্তাদের। আবহাওয়া দফতরের (IMD) তথ্য অনুযায়ী, মঙ্গলবার ভোরে এক ঘণ্টার মধ্যে ৯৮ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ২৪ ঘণ্টারও কম সময়ে শহরে মোট বৃষ্টির পরিমাণ ছিল ২৫১.৪ মিমি, যা ১৯৮৬ সালের পর সর্বাধিক এবং গত ১৩৭ বছরের মধ্যে ষষ্ঠ সর্বোচ্চ। বৃষ্টির কারণে শহরের বিভিন্ন প্রান্তে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ৯ জন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।
টানা বৃষ্টিতে শহরের গুরুত্বপূর্ণ এলাকা যেমন ইএম বাইপাস, এজিসি বসু রোড এবং সেন্ট্রাল অ্যাভিনিউ-এ জল জমে যানচলাচল স্তব্ধ হয়ে যায়। পার্ক সার্কাস, গড়িয়া হাট এবং কলেজ স্ট্রিটের মতো গুরুত্বপূর্ণ মোড়গুলিতে দীর্ঘ সময় ধরে যানজট ছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মৃত্যুর ঘটনায় সিইএসসি-কে দায়ী করেছেন এবং মানুষকে সতর্ক থাকতে বলেছেন। এদিকে, আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণেই এই বৃষ্টিপাত। আগামী ২৪ ঘণ্টা এটি সক্রিয় থাকবে এবং আরও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ২৫ সেপ্টেম্বর নতুন করে নিম্নচাপ সৃষ্টির আশঙ্কা থাকায় পুজোর আনন্দে ফের কালো মেঘের ছায়া।