অসহায় শিশু! শৌচাগার থেকে ফিরে আসেনি, কী ঘটেছিল ১০ বছরের ওই নাবালকের সঙ্গে? – এবেলা

এবেলা ডেস্কঃ
উত্তর প্রদেশের অরাইয়াতে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। শৌচালয় না থাকায় মাঠে শৌচ করতে গিয়ে সাপের কামড়ে মৃত্যু হয়েছে ১০ বছরের এক শিশুর। এই ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জানা গিয়েছে, ঘটনাটি অরাইয়ার কুদরকোট থানা এলাকার গ্রাম পঞ্চায়েত বৈবাহের নাগলা যাদৌ গ্রামের। সোমবার দুপুর ১টা নাগাদ শনি নামে এক ব্যক্তির ছেলে রোনক (১০) শৌচ করতে বাড়ির কাছের একটি খোলা মাঠে গিয়েছিল। অনেকক্ষণ কেটে গেলেও সে বাড়ি না ফেরায় তার কাকা অরুণ তাকে খুঁজতে যান। সেখানেই অচেতন অবস্থায় রোনককে পড়ে থাকতে দেখেন তিনি।
দ্রুত তাকে বাড়িতে ফিরিয়ে আনা হয় এবং ওঝা দিয়ে ঝাড়ফুঁক করানো হয়। কিন্তু তাতে কোনো লাভ না হওয়ায় তাকে সাইফাই হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। তবে হাসপাতালে পৌঁছনোর আগেই পথেই তার মৃত্যু হয়।
পরিবারের সদস্যরা জানান, রোনক পাঁচ ভাই-বোনের মধ্যে সবার বড় ছিল এবং পঞ্চম শ্রেণির ছাত্র ছিল। তার এমন মর্মান্তিক মৃত্যুতে মা প্রীতি দেবীর অবস্থা অত্যন্ত শোচনীয়। অন্যদিকে, কুদরকোট থানার ভারপ্রাপ্ত আধিকারিক রামবালক শুক্লা জানিয়েছেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।