পুজোর আগে বড় চমক! এবার সস্তায় মেট্রো যাত্রা, কীভাবে পাবেন এই বিশেষ সুবিধা? – এবেলা
September 25, 2025

এবেলা ডেস্কঃ
পুজোর মুখে যাত্রীদের জন্য দারুণ খবর দিল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। এবার আরও সস্তা হচ্ছে মেট্রোর স্মার্ট কার্ড। শুধু তাই নয়, এক বছরের বদলে কার্ডের বৈধতা বাড়িয়ে করা হচ্ছে ১০ বছর। ২৫ সেপ্টেম্বর থেকেই কার্যকর হচ্ছে এই নতুন নিয়ম। তাই পুজোর ঠিক আগে স্মার্ট কার্ড কেনা বা পুরনো কার্ড রিচার্জ করার পরিকল্পনা থাকলে আপনিও এই সুবিধার আওতায় পড়বেন।
বুধবার বিজ্ঞপ্তি দিয়ে কলকাতা মেট্রোর তরফে এই নতুন নিয়মের কথা জানানো হয়েছে। নতুন কাঠামোয় কী কী বদল আসছে, দেখে নিন এক নজরে।
- এতদিন মেট্রোর স্মার্ট কার্ড কিনতে ৮০ টাকা সিকিউরিটি ডিপোজিট জমা দিতে হতো, যা এখন কমিয়ে করা হচ্ছে ৫০ টাকা।
- ন্যূনতম ১৫০ টাকার পরিবর্তে এখন মাত্র ১০০ টাকায় মিলবে নতুন স্মার্ট কার্ড।
- এখন থেকে কার্ড কেনার দিন থেকে নয়, প্রথম ব্যবহারের দিন থেকে তা বৈধ হিসেবে গণ্য হবে।
- পুরনো স্মার্ট কার্ড রিচার্জ করলে তার বৈধতাও ১০ বছর পর্যন্ত বেড়ে যাবে।
- স্মার্ট কার্ড রিচার্জে ৫ শতাংশ অতিরিক্ত টাকা পাওয়া যাবে।
- কাউন্টার ছাড়াও ASCRM মেশিন এবং অনলাইনেও কার্ড রিচার্জ করা যাবে।
মেট্রো কর্তৃপক্ষ আশা করছে, এই নতুন নিয়মের ফলে স্মার্ট কার্ড ব্যবহারকারীর সংখ্যা আরও বাড়বে। বিশেষত উৎসবের মরশুমে ভিড় এড়াতে অনেকেই মেট্রোয় যাতায়াত করতে পছন্দ করেন, তাই তাদের জন্য এই সুবিধা অত্যন্ত লাভজনক হবে।