শিল্পীর চিতাভস্ম পাবেন ভক্তরাও? এই সিদ্ধান্তের পেছনে কী রহস্য ফাঁস করলেন স্ত্রী গরিমা! – এবেলা

এবেলা ডেস্কঃ
ভারতীয় সংগীত জগতে জুবিন গর্গের আকস্মিক প্রয়াণ এক গভীর শূন্যতা তৈরি করেছে। আসামের এই কিংবদন্তি শিল্পীর মৃত্যু শুধু তাঁর নিজ রাজ্যেই নয়, সারা দেশে এক বিরাট শোকের ছায়া নামিয়েছে। সাধারণ মানুষের কণ্ঠস্বর হয়ে ওঠা এই শিল্পীর এভাবে চলে যাওয়া কেউই মেনে নিতে পারেনি। তাঁর মরদেহ সিঙ্গাপুর থেকে আসার পর এদেশে নতুন করে ময়নাতদন্ত হয়, এবং তাঁর ম্যানেজার ও আয়োজকের বিরুদ্ধে আসাম সরকার কঠোর পদক্ষেপ নেয়।
শিল্পীর কণ্ঠস্বর যাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে কেউ নকল করতে না পারে, তার জন্য ডিজিটাল স্বাক্ষরসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছিল। এবার তাঁর চিতাভস্ম নিয়েও এক নতুন ও চাঞ্চল্যকর খবর সামনে এসেছে। ভক্তদের ভালোবাসা ও আবেগকে সম্মান জানাতে আসাম সরকার এই বিষয়ে এক নতুন উদ্যোগ নিয়েছে। কিন্তু এই সিদ্ধান্তের নেপথ্যে আসলে কী রয়েছে?
আসাম সরকার ঘোষণা করেছে, কিংবদন্তি এই সংগীতশিল্পী ও সাংস্কৃতিক আইকনের চিতাভস্ম একটি বিশেষ অনলাইন পোর্টালের মাধ্যমে বিতরণ করা হবে। প্রতিষ্ঠান ও ব্যক্তি—উভয়ই এই স্মারক সংগ্রহের জন্য আবেদন করতে পারবেন। সংস্কৃতি ও শিক্ষামন্ত্রী রনোজ পেগু জানিয়েছেন, শুরুতে সাংস্কৃতিক সংস্থা ও প্রতিষ্ঠানগুলোর চাহিদা পূরণ করা হবে, এরপরও যদি চিতাভস্ম অবশিষ্ট থাকে, তবে ব্যক্তিগত আবেদনকারীদেরও তা দেওয়া হবে। সম্পূর্ণ প্রক্রিয়াটি সংস্কৃতি বিভাগ স্বচ্ছভাবে তদারকি করবে।
পাশাপাশি, জুবিন গর্গের স্মৃতিকে অম্লান করে রাখতে সরকার দুটি স্থানে স্মৃতিসৌধ নির্মাণ করছে। প্রথমটি কামারকুচিতে, যেখানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছিল। এর সুরক্ষার জন্য সেখানে অস্থায়ী ব্যারিকেড ও স্থায়ী সীমানা প্রাচীর নির্মাণের কাজ শুরু হয়েছে। দ্বিতীয় স্মৃতিসৌধটি তৈরি হবে জোরহাটে, যেখানে শিল্পীর শৈশব কেটেছে। ঐতিহ্য মেনে গর্গের চিতাভস্মের একাংশ ১৩তম দিনের রীতিনীতির জন্য সেখানে নিয়ে যাওয়া হবে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, এই বিশেষ ব্যবস্থাগুলি পরিবার এবং শিল্পীর স্ত্রী গরিমা সাইকিয়া গর্গের অনুরোধেই করা হচ্ছে।