বিনা টিকিটে এসি কোচে হুড়মুড় করে উঠলেন যাত্রীরা, ভিড় দেখে রেগে গিয়ে এ কী বললেন যুবতী! – এবেলা

এবেলা ডেস্কঃ
ট্রেনে চেপে পাটনা যাচ্ছিলেন এক মহিলা যাত্রী। মাঝপথে তাঁর সঙ্গে যা ঘটল, তার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তিনি জানান, ট্রেনের পাটনা স্টেশনে পৌঁছনোর পরই এসি-২ এবং এসি-৩ কোচে প্রচণ্ড ভিড় হয়ে যায়। ভিডিওতে তিনি নিজের ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন।
সাদা চোখে দেখলে এটি নিছকই একটি ট্রেনের ঘটনা। কিন্তু এর পেছনে লুকিয়ে আছে আরও বড় প্রশ্ন। বিহার এবং তার বাসিন্দাদের নিয়ে দেশের অন্যান্য অঞ্চলের মানুষের মনে একটি সুনির্দিষ্ট ধারণা রয়েছে। বহু মানুষ মনে করেন, বিহারের বাসিন্দারা হয়তো ততটা শিক্ষিত নন, তাঁদের মধ্যে নাগরিক সচেতনতা কম। যদিও বাস্তবে এমনটা নাও হতে পারে। কিছু মানুষের ভুল আচরণের কারণে একটি রাজ্যের সম্পূর্ণ ভাবমূর্তি নষ্ট হওয়া উচিত নয়। কিন্তু প্রশ্ন হলো, এমন ধারণা কেন তৈরি হচ্ছে? কেন কিছু মানুষ নিজেদের এমন আচরণ দিয়ে নিজেদের রাজ্যের সুনাম নষ্ট করছেন?
বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন পাটনাগামী এক তরুণী যাত্রী, যিনি একজন কনটেন্ট ক্রিয়েটর। তাঁর নাম আয়ুষী রঞ্জন। নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে (@thebeautblogger) তিনি এই ঘটনার ভিডিওটি শেয়ার করেছেন।
ভিডিওতে আয়ুষী বলেন, “ট্রেন পাটনা স্টেশনে পৌঁছতেই বগির মধ্যে যেন হুড়োহুড়ি লেগে গেল। এসি-২ এবং এসি-৩ কোচে যাদের টিকিট ছিল না, তারাও জোর করে ঢুকে পড়লেন।” একজন একা মহিলা যাত্রী হিসেবে তাঁর পক্ষে এই ভিড়ের মধ্যে নিজের জায়গা বাঁচিয়ে রাখা কতটা কঠিন ছিল, তাও তিনি জানিয়েছেন। তিনি বলেন, “ট্রেনে ওঠা যতটা কঠিন ছিল, একা মহিলা হিসেবে তার থেকে বেশি কঠিন ছিল ভেতরে থাকা। আমি সাধারণত কাউকে বাজে কথা বলি না, কিন্তু ওই দিন বারবার বলতে হচ্ছিল।”
আয়ুষী ট্রেনের এসি-২ কোচের অবস্থা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি জানান, কোচের অবস্থা দেখে মনেই হচ্ছিল না এটি একটি প্রিমিয়াম এসি কোচ। এই ভিডিওটি ভাইরাল হওয়ার পর অনেকেই তাঁদের নিজেদের একই ধরনের অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। একজন ইউজার লিখেছেন, “একবার ২য় এসি-তে পাটনা গিয়েছিলাম, যা আমার জীবনের সবচেয়ে বাজে অভিজ্ঞতা ছিল।” আরেকজন মন্তব্য করেছেন, “কিছু মানুষ সবকিছু বিনামূল্যে পেতে চায়, সেটা আপনার টিকিটের আসন হোক বা আপনার টাকা।”