ব্রেকআপ নাকি প্যাচআপ! কোয়েল-রঞ্জিত সম্পর্ক নিয়ে নতুন রহস্য – এবেলা

এবেলা ডেস্কঃ

প্রজন্মের দূরত্ব নাকি ভালোবাসার নতুন সমীকরণ? এই প্রশ্নই এখন টলিউডের অন্দরে ঘুরে বেড়াচ্ছে। দশ বছর পর ফের একবার বড় পর্দায় ফিরছেন বাবা-মেয়ে রঞ্জিত মল্লিক ও কোয়েল মল্লিক। একসঙ্গে তাদের নতুন ছবি ‘স্বার্থপর’-এর প্রথম ঝলক প্রকাশ্যে আসতেই দর্শকের মনে তৈরি হয়েছে হাজারো প্রশ্ন। ছবির পোস্টারে প্রদীপ, পুজোর জিনিসপত্র আর দুটি হাতের ছাপের রহস্যময় ইঙ্গিত যেন গল্পের গভীরতাকে আরও বাড়িয়ে দিচ্ছে। শোনা যাচ্ছে, এই ছবিতে তারা বাবা-মেয়ের নয়, বরং অন্য এক চরিত্রে অভিনয় করছেন।

গুঞ্জন শোনা যাচ্ছে যে, এই ছবিতে কোয়েল ও কৌশিক সেনকে দাদা-বোনের ভূমিকায় দেখা যাবে। আর তাদের পথপ্রদর্শক হিসেবে থাকবেন রঞ্জিত মল্লিক, অনেকটা ‘ডিয়ার জ়িন্দেগি’-তে শাহরুখের চরিত্রের মতোই। আধুনিক সমাজে দাদা-বোনের সম্পর্কের জটিলতা, টানাপোড়েন আর ভালোবাসা নিয়েই নাকি ছবির মূল গল্প। শোনা যাচ্ছে, আসন্ন দীপাবলিতেই মুক্তি পেতে পারে এই বহুল প্রতীক্ষিত ছবিটি। যদিও ছবির নির্মাতা থেকে শুরু করে দুই তারকাই এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন, তবে টলিপাড়ার জোর জল্পনা, এবার উৎসবের মরসুমেই চমক নিয়ে আসছেন রঞ্জিত-কোয়েল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *