পুজোর মুখে দিঘার বাস পরিষেবা বন্ধ হওয়ার নেপথ্যে কী কারণ – এবেলা

এবেলা ডেস্কঃ
পুজোর মুখে দিঘা থেকে ১০টি সরকারি বাস বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন নিত্যযাত্রী ও পর্যটকেরা। লোকসানের কারণে এই সিদ্ধান্ত নিয়েছে এসবিএসটিসি কর্তৃপক্ষ। দিঘা ডিপো থেকে ঝিকড়া ও নবদ্বীপ-সহ মোট আটটি রুটে বাস পরিষেবা বন্ধ হয়ে গিয়েছে। একসময় দিঘা ডিপো থেকে ৮০টিরও বেশি বাস চলত, যা এখন কমে ২০-২৫টিতে এসে দাঁড়িয়েছে। রাজনৈতিক চাপ ও নজরদারির অভাবের কারণে অলাভজনক রুটে বাস চালানোর ফলেই এই লোকসান হয়েছে বলে অভিযোগ কর্মীদের।
দিঘা ডিপোর এই করুণ দশার কারণ হিসেবে কর্মীরা জানান, রাজনৈতিক নেতাদের কথায় যাত্রী সমীক্ষা না করেই নতুন রুট চালু করা হয়েছিল। এর ফলে যাত্রী না থাকায় লোকসান বাড়ছিল। পাশাপাশি, বেলঘরিয়া ডিভিশন থেকে জ্বালানি সরবরাহ অনিয়মিত হওয়ায় সপ্তাহে দু-তিন দিন বাস পরিষেবা বন্ধ থাকছে। দিঘা ডিপোর ইন-চার্জ তপন মান্না এই লোকসানের কথা স্বীকার করে জানিয়েছেন, পুজোর মরশুমে দিঘাগামী রুটে বাসের সংখ্যা বাড়ানো হবে। তবে এই ঘটনায় পরিবহণ ব্যবস্থার অদক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে।