আড়াই ঘণ্টায় ১৮৫ মিমি বৃষ্টি! হঠাৎ কেন এমন দুর্যোগ নেমে এল কলকাতায়? – এবেলা

এবেলা ডেস্কঃ
গত সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত মাত্র কয়েক ঘণ্টার অবিরাম বর্ষণে রেকর্ড গড়ল কলকাতা। আবহাওয়া দফতরের তথ্য বলছে, এই সময়ের মধ্যে মহানগরে ২৫১.৪ মিমি বৃষ্টিপাত হয়েছে, যা ১৯৭৮ সালের পর সেপ্টেম্বর মাসে তৃতীয় সর্বোচ্চ একদিনের বৃষ্টি। শুধু তাই নয়, এটি শহরের সর্বকালের ষষ্ঠ সর্বোচ্চ দৈনিক বৃষ্টি হিসেবেও নথিভুক্ত হয়েছে।
আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, ১৯৭৮ সালের ২৮ সেপ্টেম্বর কলকাতায় ৩৬৯.৬ মিমি এবং ১৯৮৬ সালের ২৬ সেপ্টেম্বর ২৫৯.৫ মিমি বৃষ্টি রেকর্ড করা হয়েছিল। তবে এবারের বৃষ্টিপাত ছিল আরও বেশি রহস্যময়, কারণ মাত্র আড়াই ঘণ্টার মধ্যে, রাত আড়াইটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত, ১৮৫ মিমি বৃষ্টিপাত হয়েছে।
তবে কি ‘ক্লাউডবার্স্ট’ ছিল?
এই প্রশ্নই এখন ঘুরছে শহরবাসীর মনে। আবহাওয়া দফতরের এক আধিকারিক জানিয়েছেন, ‘ঘণ্টায় ৯৮ মিমি বৃষ্টি হলেও এটি ক্লাউডবার্স্ট ছিল না। কারণ ক্লাউডবার্স্টের জন্য ঘণ্টায় অন্তত ১০০ মিমি বৃষ্টিপাত প্রয়োজন।’ তাহলে কেন হল এমন অস্বাভাবিক বৃষ্টি? আবহাওয়াবিদরা বলছেন, বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি নিম্নচাপের কারণেই এই পরিস্থিতি তৈরি হয়। এই নিম্নচাপ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে এগিয়ে আসায় কলকাতার আকাশে বিপুল পরিমাণ আর্দ্রতা জমা হয়। ডপলার রাডারের ছবিতে দেখা গেছে, মেঘের উচ্চতা ছিল প্রায় ৫ থেকে ৭ কিলোমিটার, যা স্বল্প সময়ের মধ্যেই এই ভয়াবহ বর্ষণ নামিয়ে আনে।
অবিরাম বৃষ্টিতে শহরের বহু এলাকা জলমগ্ন। কলকাতা মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, এই পরিস্থিতি নজিরবিহীন। আদি গঙ্গার কাছাকাছি অঞ্চলগুলোতেও জল জমেছে, যা সাধারণত ঘটে না। এর ফলে নিকাশি ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। আসন্ন দুর্গাপূজার প্রস্তুতির ওপরও এই বৃষ্টি মারাত্মক প্রভাব ফেলেছে। বহু পুজো কমিটি জানিয়েছে, মণ্ডপ নির্মাণ এবং সাজসজ্জা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপটি বুধবার পর্যন্ত সক্রিয় থাকতে পারে। এরপর তা দুর্বল হওয়ার সম্ভাবনা থাকলেও, ২৫ সেপ্টেম্বর বঙ্গোপসাগরে ফের আরেকটি নিম্নচাপ তৈরি হতে পারে। এর প্রভাবে আগামী এক সপ্তাহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। মৎস্যজীবীদের ২৭ সেপ্টেম্বর পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, জলবায়ু পরিবর্তনের ফলেই এখন ঘন ঘন এমন চরম আবহাওয়ার ঘটনা ঘটছে। চেন্নাই বা উত্তরাখণ্ডের সাম্প্রতিক অস্বাভাবিক বৃষ্টিপাতও সেই দিকেই ইঙ্গিত করে। এবারের এই বৃষ্টি কলকাতার নিকাশি ব্যবস্থার দুর্বলতা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।