বিয়ের ৩ মাসের মধ্যেই স্বামীর বিরুদ্ধে ২ কোটি টাকার মামলা! আদালতে কেন গেলেন স্ত্রী? – এবেলা

এবেলা ডেস্কঃ

বিয়ের মাত্র তিন মাসের মধ্যেই বিবাহ বিচ্ছেদের মামলা ও ২ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে স্বামীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছেন এক নারী। তার অভিযোগ, স্বামী শারীরিকভাবে অক্ষম এবং অক্ষমতার কথা গোপন করে তাকে প্রতারণা করেছেন। একইসঙ্গে তিনি স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ এনেছেন।

তবে এই অভিযোগের পাল্টা দিয়েছেন স্বামীও। তার দাবি, স্ত্রী ও তার পরিবারের সদস্যরা তাদের গোবিন্দরাজনগরের বাড়িতে এসে হামলা চালিয়েছেন, যার ফলে তিনি ও তার পরিবার আহত হয়েছেন। এই ঘটনায় তিনি পুলিশের কাছে পাল্টা এফআইআর দায়ের করেছেন।

জানা গেছে, বিয়ের পর থেকেই ওই নারী স্বামীর শারীরিক সক্ষমতা নিয়ে সন্দেহ প্রকাশ করেন এবং তার চিকিৎসকের পরামর্শ নেন। চিকিৎসক পরীক্ষা করে জানান যে ওই ব্যক্তি শারীরিকভাবে অসুস্থ। এরপরই স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ চরমে ওঠে। বচসার এক পর্যায়ে ওই নারী স্বামীর পুরুষ হিসেবে দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগ এনে ২ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেন।

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুরো বিষয়টি এখন আদালতের বিচারাধীন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *