মহিলাদের সঙ্গে নোংরা মেসেজ, শারীরিক সম্পর্ক! আশ্রম প্রধানকে খুঁজছে পুলিশ – এবেলা

এবেলা ডেস্কঃ

যৌন হেনস্থার অভিযোগ উঠতেই গা ঢাকা দিয়েছেন দিল্লির এক নামী আশ্রমের প্রধান স্বামী চৈতন্যানন্দ সরস্বতী। অভিযোগের ভিত্তিতে তল্লাশি শুরু করেছে পুলিশ। দিল্লি থেকে আগ্রার দিকে পালাতে গিয়ে তাঁর গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। কিন্তু, এখনও খোঁজ মেলেনি অভিযুক্তের।

দিল্লির বসন্ত কুঞ্জের শ্রী সারদা ইনস্টিটিউট অব ইন্ডিয়ান ম্যানেজমেন্টের পরিচালক ছিলেন স্বামী চৈতন্যানন্দ, যার পূর্বনাম ছিল পার্থসারথী। পুলিশ জানিয়েছে, এই আশ্রমের ১৫ জনেরও বেশি মহিলা তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন। পুলিশ আরও জানায়, ৩২ জন শিক্ষার্থীর মধ্যে ১৭ জন অভিযোগ করেছেন, ওই প্রধান হোয়াটসঅ্যাপে বিভিন্ন সময়ে নোংরা টেক্সট ও মেসেজ পাঠিয়েছেন। শুধু তাই নয়, জোর করে শারীরিক সম্পর্কেরও চেষ্টা করেছেন বলে অভিযোগ।

অভিযোগে বলা হয়েছে, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের বেছে বেছে তিনি এই কাজ করতেন। তাদের সঙ্গে অশ্লীল কথা বলা, কটূক্তি করা এবং শারীরিক সম্পর্কে বাধ্য করা ছিল তাঁর নিত্যদিনের কাজ। আরও গুরুতর বিষয় হলো, এই কাজগুলো করার জন্য আশ্রমের তিন মহিলাও তাকে সহায়তা করতেন। পুলিশ এই তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তের ঠিকানাতেও অভিযান চালানো হয়েছে। পুলিশ একটি ভলভো গাড়ি উদ্ধার করেছে, যা স্বামী চৈতন্যানন্দ ব্যবহার করতেন। গাড়িটিতে জাল এম্ব্যাসি নম্বর প্লেট লাগানো ছিল।

এসব জানতে পেরে আশ্রম কর্তৃপক্ষ তাকে পরিচালক পদ থেকে বরখাস্ত করেছে এবং তার সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছে। দক্ষিণ ভারতের শ্রী শ্রীঙ্গেরী মঠও অভিযুক্তের কর্মকাণ্ডকে অনৈতিক, অবৈধ এবং মঠের আদর্শের বিপরীত বলে মন্তব্য করেছে। পুলিশ এখনও অভিযুক্তকে খুঁজছে। উল্লেখ্য, ২০০৯ সালে তার বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছিল বলে জানা গেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *