ট্রাম্পের ‘কাগজি বাঘ’ মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া রাশিয়ার, পাল্টা বলল ‘উনি তো ব্যবসায়ী, চাপ দিয়ে তেল বেচতে চান’ – এবেলা

এবেলা ডেস্কঃ
ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি রাশিয়াকে ‘কাগজি বাঘ’ বলে আক্রমণ করেছিলেন। ট্রাম্পের এই মন্তব্যের পাল্টা হিসেবে ক্রেমলিন জানিয়েছে, ট্রাম্প আসলে একজন ব্যবসায়ী, যিনি সারা বিশ্বকে চড়া দামে মার্কিন তেল ও গ্যাস কিনতে বাধ্য করতে চাইছেন।
ট্রাম্পের এই আক্রমণ এমন সময় এসেছে যখন তিনি রাশিয়া ও ভারতের মতো দেশগুলির রুশ তেল আমদানি নিয়ে তীব্র সমালোচনা করছেন। তিনি ইউরোপীয় দেশগুলিকেও রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করার আহ্বান জানিয়েছেন এবং বলেছেন, যদি রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ না করে তবে আরও কঠোর নিষেধাজ্ঞা জারি করা হবে।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ ট্রাম্পের ইউক্রেন বিষয়ক অন্য এক মন্তব্যকেও খারিজ করে দিয়েছেন। সেই মন্তব্যে ট্রাম্প বলেছিলেন, ইউক্রেন ইউরোপীয় ইউনিয়নের সাহায্যে হারানো ভূখণ্ড আবার দখল করতে পারে। পেসকভ একটি রেডিও সাক্ষাৎকারে জানিয়েছেন যে, ক্রেমলিন ট্রাম্পের সব মন্তব্যের সাথে একমত নয়। তিনি ইঙ্গিত দেন যে, ট্রাম্পের এই পরিবর্তিত মনোভাবের পেছনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে তার সম্প্রতি হওয়া বৈঠক দায়ী।
পেসকভ বলেন, “ট্রাম্প রাশিয়া-ইউক্রেন সংঘাত নিয়ে জেলেনস্কির কথা শুনেছেন এবং এই তথ্য তার মূল্যায়নে প্রভাব ফেলেছে।” তিনি আরও বলেন, “রাশিয়া ইউরোপের নিরাপত্তার একটি অবিচ্ছেদ্য অংশ। কেউ কিছু বললেই রাশিয়াকে বাদ দিয়ে ইউরোপের নিরাপত্তা নিশ্চিত করা যাবে না।”
ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পুতিন ও রাশিয়াকে অর্থনৈতিক সংকটে থাকা দেশ হিসেবে বর্ণনা করে ইউক্রেনের জন্য পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছিলেন। এর প্রতিক্রিয়ায় পেসকভ আবারও জোর দিয়ে বলেন, ট্রাম্পের প্রতিটি মন্তব্যের সাথে তারা একমত নন।