গ্রামের ছোট্ট শিল্পী – এবেলা

এবেলা ডেস্কঃ
১৩ বছরের অর্পণের হাতে তৈরি প্রতিমা বসবে মণ্ডপে
রামপুরহাটের নলহাটির সিমলান্দি গ্রামে এবার দুর্গা পুজোয় এক অন্যরকম চমক। মাত্র ১৩ বছর বয়সী কিশোর অর্পণ প্রামাণিক নিজের হাতে তৈরি করেছে তিন ফুটের পূর্ণাঙ্গ দুর্গা প্রতিমা, যা এবার পাড়ার ক্লাবের মণ্ডপে স্থান পাচ্ছে। ভদ্রপুর মহারাজ নন্দকুমার হাইস্কুলের অষ্টম শ্রেণির এই ছাত্রের শিল্প প্রতিভায় মুগ্ধ তার পরিবার ও গ্রামবাসী। ছোট থেকেই প্রতিমা তৈরির প্রতি তার গভীর আকর্ষণ। স্কুলের পথে মৃৎশিল্পীদের কাজ দেখে তার এই শখ জন্ম নেয়। পরে মোবাইল দেখে নিজেই শিখেছে প্রতিমা তৈরির কৌশল। সরস্বতী প্রতিমা বানানোর অভিজ্ঞতা থাকলেও এবারই প্রথম দুর্গাপূজার জন্য কাজ করল অর্পণ।
অর্পণের বাবা পেশায় কৃষক। তাদের পরিবারে এর আগে কেউ মৃৎশিল্পের সঙ্গে যুক্ত ছিলেন না। রথযাত্রার দিন কাঠামো তৈরি শুরু করে ধীরে ধীরে সে মাটির কাজ শেষ করেছে। তার তৈরি একচালার প্রতিমায় দুর্গা ছাড়াও রয়েছে লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক এবং অন্যান্য অনুষঙ্গ। এত কম বয়সে তার এই দক্ষতা দেখে গ্রামবাসী বলছেন, অর্পণের মধ্যে একজন বড় শিল্পী হওয়ার সব লক্ষণই স্পষ্ট। প্রথমে বাড়িতে পুজো হওয়ার কথা থাকলেও, শেষ পর্যন্ত পাড়ার ক্লাবের মণ্ডপে প্রতিমা স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। অর্পণের স্বপ্ন, ভবিষ্যতে প্রতিমা নির্মাণকেই পেশা হিসেবে বেছে নেওয়া।