চীনা প্রেসিডেন্ট কি শেষ পর্যন্ত আমেরিকার সামনে হার মানলেন? হঠাৎ কেন নিজেদের ‘উন্নয়নশীল’ দেশের মর্যাদা ছাড়ল চিন – এবেলা

এবেলা ডেস্কঃ
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চিন বিশ্ব বাণিজ্য সংস্থায় (WTO) নিজেদের ‘উন্নয়নশীল’ দেশের মর্যাদা ত্যাগ করেছে। এই পদক্ষেপকে বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ মোড় হিসাবে দেখা হচ্ছে, যা বহু বছর ধরে আমেরিকা দাবি করে আসছিল। চিনের এই হঠাৎ সিদ্ধান্ত বিশ্বজুড়ে কৌতূহল সৃষ্টি করেছে যে ঠিক কী কারণে এমনটা ঘটল।
মার্কিন চাপ ও চিনের নয়া কৌশল
দীর্ঘদিন ধরে আমেরিকা যুক্তি দিয়ে আসছিল যে, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হওয়া সত্ত্বেও চিন উন্নয়নশীল দেশের মর্যাদা নিয়ে বিশেষ বাণিজ্যিক সুবিধা ভোগ করছে। মার্কিন প্রশাসনের দাবি ছিল, চিনের অর্থনৈতিক অবস্থান অনুযায়ী তাদের উন্নত দেশের তালিকায় আসা উচিত। এই পরিপ্রেক্ষিতে চিনের এই সিদ্ধান্ত আমেরিকা সহ অন্যান্য দেশের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। যদিও, চিন তাদের বিবৃতিতে সরাসরি আমেরিকা বা ডোনাল্ড ট্রাম্পের নাম উল্লেখ করেনি।
বৈশ্বিক বাণিজ্যে প্রভাব
বিশ্ব বাণিজ্য সংস্থা বিশ্বব্যাপী বাণিজ্য বিষয়ক আলোচনা এবং চুক্তি কার্যকর করার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন দেশের সংরক্ষণবাদী নীতি ও শুল্ক আরোপের কারণে সংস্থাটির কার্যকারিতা দুর্বল হয়েছে। এমন সময়ে চিনের এই পদক্ষেপ বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থাকে শক্তিশালী করার একটি ইতিবাচক লক্ষণ। বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক এনগোজি ওকোনজো-ইওয়েলা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এবং এটিকে ‘বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারের জন্য বড় খবর’ বলে অভিহিত করেছেন।
জাতিসংঘে ঘোষণা
গত মঙ্গলবার নিউ ইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক বৈঠকে চিনের প্রধানমন্ত্রী লি কিয়াং এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। তিনি বলেন, চিন এখন থেকে উন্নয়নশীল দেশগুলোর জন্য দেওয়া বিশেষ সুবিধা দাবি করবে না। তিনি আরও বলেন, যদিও চিন এখন একটি মধ্যম আয়ের দেশ, তবুও তারা এখনও উন্নয়নশীল বিশ্বের একটি অংশ।
চিনের বর্তমান অবস্থান ও বৈশ্বিক ভূমিকা
উন্নয়নশীল দেশের মর্যাদা ছেড়ে দিলেও চিন এখনও নিজেদের একটি মধ্যম আয়ের দেশ হিসাবেই বিবেচনা করে। তাদের যুক্তি, অর্থনীতির দিক থেকে দ্বিতীয় বৃহত্তম হলেও মাথাপিছু আয় এখনও উন্নত দেশগুলোর তুলনায় কম। বর্তমানে চিন বিভিন্ন দেশের সড়ক, রেল, বাঁধ ও অন্যান্য পরিকাঠামো প্রকল্পে বড় বিনিয়োগ করছে। এর ফলে, অনেক দেশ উন্নয়নের জন্য চিনের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে।
সংস্কারের পথে এক বড় পদক্ষেপ
চিনের এই বিশেষ মর্যাদা ত্যাগ করা বিশ্ব বাণিজ্য সংস্থায় বহু বছর ধরে আটকে থাকা সংস্কারের পথে একটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। এই সিদ্ধান্ত সংস্থাটির কার্যকারিতা বাড়াতে এবং বৈশ্বিক বাণিজ্যে ভারসাম্য আনতে সহায়ক হতে পারে। এই পদক্ষেপের মাধ্যমে চিন নিজেদের একটি বৈশ্বিক অর্থনৈতিক শক্তি হিসেবে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করতে চাইছে। বিশেষজ্ঞদের মতে, এটি এমন এক সময়ে নেওয়া হয়েছে যখন বৈশ্বিক বাণিজ্য সংরক্ষণবাদ ও বাণিজ্য যুদ্ধ থেকে নিজেদের রক্ষা করার চেষ্টা করছে।