আন্তর্জাতিক ক্রিকেট থেকে ৭ বছরের অপেক্ষা, অবশেষে ভাঙল নীরবতা! কে এই বিস্ফোরক ব্যাটার? – এবেলা

এবেলা ডেস্কঃ
দীর্ঘ সাত বছর ধরে টি২০ দলে সুযোগ পাওয়ার অপেক্ষায় ছিলেন তিনি। অবশেষে সেই অপেক্ষার অবসান হলো। নিউজিল্যান্ড সফরের জন্য ইংল্যান্ডের টি২০ স্কোয়াডে জায়গা করে নিয়েছেন বিস্ফোরক ওপেনার জ্যাক ক্রলি।
আগামী বছর টি২০ বিশ্বকাপকে সামনে রেখে সব দলই নিজেদের প্রস্তুত করছে। সেই প্রস্তুতি হিসেবেই অক্টোবর মাসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনটি টি২০ এবং তিনটি ওয়ানডে ম্যাচের সিরিজ খেলবে ইংল্যান্ড। এই সিরিজের জন্যই ২৪ সেপ্টেম্বর দল ঘোষণা করেছে ইংলিশ ক্রিকেট বোর্ড।
দলে জায়গা পেলেন জ্যাক ক্রলি
ইংল্যান্ডের টেস্ট দলের নিয়মিত সদস্য ক্রলি এর আগে ৬টি ওয়ানডে ম্যাচ খেললেও টি২০ আন্তর্জাতিক খেলেননি একটিও। তবে এবার তার দীর্ঘদিনের অপেক্ষা শেষ হলো। ২০১৮ সালে টি২০ ক্রিকেটে অভিষেক হলেও জাতীয় দলে সুযোগ পাচ্ছিলেন না তিনি। সাম্প্রতিক সময়ে তার পারফরম্যান্সই নির্বাচকদের নজর কেড়েছে। দ্য হান্ড্রেড টুর্নামেন্টে নর্দার্ন সুপারচার্জার্সের হয়ে ১৬০-এর বেশি স্ট্রাইক রেটে ২৮০ রান করেছেন তিনি। এছাড়া টি২০ ব্লাস্টে মাত্র ৮ ম্যাচে ১৬৯-এর স্ট্রাইক রেটে ২৪২ রান করেছেন। এই দুই টুর্নামেন্টে তিনি মোট ৪৮টি চার এবং ২৫টি ছক্কা হাঁকিয়েছেন। যদিও জস বাটলার এবং ফিল সল্টের মতো ওপেনার দলে থাকায় ক্রলি প্রথম একাদশে সুযোগ পাবেন কি না, তা নিয়ে প্রশ্ন থাকছে।
ওয়ানডে দলে ফিরলেন স্যাম কারান
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে স্কোয়াডে ফিরেছেন অলরাউন্ডার স্যাম কারান। তিনি সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন ২০২৪ সালের নভেম্বরে। এছাড়া, সম্প্রতি ওয়ানডে এবং টি২০তে অভিষেক হওয়া পেসার সনি বেকারকেও দুই দলেই রাখা হয়েছে। তবে জফরা আর্চারকে টি২০ সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে। টি২০ সিরিজ শুরু হবে ১৮ অক্টোবর এবং ওয়ানডে সিরিজ ২৬ অক্টোবর থেকে।
টি২০ স্কোয়াড:
হ্যারি ব্রুক (অধিনায়ক), রেহান আহমেদ, সনি বেকার, টম ব্যান্টন, জ্যাকব বেথেল, জস বাটলার, ব্রাইডন কার্স, জর্ডান কক্স, জ্যাক ক্রলি, স্যাম কারান, লিয়াম ডসন, জেমি ওভারটন, আদিল রশিদ, ফিল সল্ট এবং লুক উড।
ওয়ানডে স্কোয়াড:
হ্যারি ব্রুক (অধিনায়ক), রেহান আহমেদ, জফরা আর্চার, সনি বেকার, টম ব্যান্টন, জ্যাকব বেথেল, জস বাটলার, ব্রাইডন কার্স, স্যাম কারান, লিয়াম ডসন, বেন ডাকেট, জেমি ওভারটন, আদিল রশিদ, জো রুট, জেমি স্মিথ এবং লুক উড।