কাপ্তানের কাণ্ড! রোহিত শর্মার মতোই ভুল করে বসলেন সূর্যকুমার – এবেলা

এবেলা ডেস্কঃ
এশিয়া কাপে জয়ের হ্যাটট্রিক করে সুপার ফোর-এর প্রস্তুতি সেরে নিল ভারত। কিন্তু ওমানের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচে টসের পর হাসির খোরাক হলেন অধিনায়ক সূর্যকুমার যাদব। দলের দুই নতুন ক্রিকেটারের মধ্যে একজনের নাম ভুলে যান তিনি। হর্ষিত রানার নাম মনে করতে পারলেও অর্শদীপ সিং-এর নাম ভুলে গিয়ে হাসতে হাসতে সূর্য বলেন, “আমার রোহিত শর্মার মতো অবস্থা হয়েছে।” এই মন্তব্যের পর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সূর্যকুমারের এই মজাদার মুহূর্ত।
নির্ধারিত ২০ ওভারে ভারত ১৮৮ রান তোলে। সঞ্জু স্যামসনের ৫৬ রান ও অভিষেক শর্মার ৩৮ রানের ঝোড়ো ইনিংস ভারতকে বড় স্কোর গড়তে সাহায্য করে। জবাবে ওমান ২০ ওভারে ১৬৭ রান করে। যতিন্দর সিং ও হাম্মাদ মির্জা দুজনেই অর্ধশতরান করলেও ওমান ২১ রানে হেরে যায়। ভারতের হয়ে হার্দিক পাণ্ডিয়া, অর্শদীপ সিং, কুলদীপ যাদব ও হর্ষিত রানা একটি করে উইকেট নেন।