ভুয়ো UN নম্বরের গাড়িতে লুকোচুরি, একাই ১৫ ছাত্রীর সঙ্গে ‘নোংরামি’ করত আশ্রমের প্রধান! – এবেলা

এবেলা ডেস্কঃ

দিল্লির এক নামী আশ্রমের প্রধানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন ১৫ জন ছাত্রী। তাদের অভিযোগ, আশ্রমের প্রধান তাদের সঙ্গে নিয়মিত যৌন হেনস্থা করতেন। এই ঘটনায় পুলিশ মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। অভিযুক্তের বিলাসবহুল ভলভো গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে, যার নম্বর প্লেটে লেখা ছিল ভুয়ো ‘UN’ নম্বর।

আশ্রমের আড়ালে চলত কীসের প্রশিক্ষণ?

দিল্লির বসন্ত কুঞ্জ এলাকার এই আশ্রমটি দক্ষিণ ভারতের এক প্রসিদ্ধ আশ্রমের শাখা। এখানে ম্যানেজমেন্ট কোর্স করানো হতো এবং ছাত্রছাত্রীরা দুটি আলাদা ব্যাচে পড়াশোনা করত। অভিযোগ, আশ্রমের প্রধান চৈতন্যনন্দ ওরফে চিন্ময়ানন্দ, নিজের প্রভাব খাটিয়ে প্রায় ১৫ জন ছাত্রীর সঙ্গে যৌন হেনস্থা করতেন। আরও চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে যে কিছু ওয়ার্ডেনও নাকি এই কাজে অভিযুক্তকে সাহায্য করত।

পুলিশের তদন্তে আরও জানা গেছে, অভিযুক্ত একটি লাল রঙের বিলাসবহুল ভলভো গাড়ি ব্যবহার করত, যার নম্বর প্লেটে ‘UN’ (United Nations) লেখা ছিল। পুলিশের সন্দেহ হওয়ায় নম্বরটি পরীক্ষা করা হয়। দেখা যায়, এটি কোনও UN দূতাবাস থেকে ইস্যু করা হয়নি, বরং অভিযুক্ত নিজেই এটি তৈরি করেছিল।

আগ্রা থেকে খোঁজ মিলল অভিযুক্তের

ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক। পুলিশ সূত্র থেকে জানা গেছে, তার সর্বশেষ অবস্থান আগ্রার আশেপাশে ছিল। পুলিশ তাকে ধরতে জোরদার তল্লাশি চালাচ্ছে। দক্ষিণ-পশ্চিম দিল্লির ডিসিপি অমিত গোয়েল জানিয়েছেন, অভিযুক্তকে চিহ্নিত করা হয়েছে এবং দ্রুত তাকে গ্রেপ্তার করা হবে। এই মামলার তদন্তে আরও জানা গেছে, ১৫ জন ছাত্রীর ১৬৪ ধারায় ম্যাজিস্ট্রেটের সামনে গোপন জবানবন্দি নেওয়া হয়েছে। আশ্রম কর্তৃপক্ষ অবশ্য জানিয়েছে, অভিযোগ সামনে আসার পরই অভিযুক্তকে আশ্রম থেকে বহিষ্কার করা হয়েছে এবং তারা পুলিশকে সবরকম সহযোগিতা করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *