অপারেশন সিঁদুর কেন রাতের অন্ধকারে হয়েছিল গোপন কারণ ফাঁস করলেন সিডিএস – এবেলা

এবেলা ডেস্কঃ
পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলিতে ভারতীয় সেনাবাহিনীর অপারেশন সিঁদুরের পেছনের মূল কারণ এবার জানালেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান। তিনি জানান, ৭ মে রাত ১টার সময় এই অভিযান চালানোর প্রধান উদ্দেশ্য ছিল দুটি। প্রথমত, অন্ধকারেও উন্নত প্রযুক্তির সাহায্যে ছবি তোলার সক্ষমতা এবং দ্বিতীয়ত, সাধারণ নাগরিকদের জীবনহানি এড়ানো। জেনারেল চৌহান আরও বলেন, “সকাল ৫টা বা ৬টা নাগাদ হামলা করলে অনেক সাধারণ মানুষ হতাহত হতে পারতেন, যা আমরা সম্পূর্ণভাবে এড়াতে চেয়েছিলাম।”
জেনারেল চৌহানের মতে, বালাকোট অভিযানের পর থেকে সামরিক কৌশলে অনেক পরিবর্তন এসেছে। এখন যুদ্ধ শুধু ঐতিহ্যবাহী ক্ষেত্রগুলিতে সীমাবদ্ধ নয়, বরং তা মহাকাশ, সাইবার ও প্রযুক্তিগত ক্ষেত্রগুলিতেও প্রসারিত হয়েছে। ২২ এপ্রিলের পহেলগাঁও হামলার প্রতিশোধ হিসেবে ভারতীয় বাহিনী এই অভিযান চালায়, যেখানে তারা সীমান্ত পেরিয়ে পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে একাধিক জঙ্গি লঞ্চপ্যাড ধ্বংস করে। এই ঘটনা প্রমাণ করে যে আধুনিক যুদ্ধ কৌশল এখন প্রযুক্তিনির্ভর এবং সাধারণ মানুষের সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।