আম গাছে ব্রাউন সুগার! মালদহে ৪০ কোটি টাকার নেশা শুকোতে গিয়ে পুলিশের জালে ৩ – এবেলা

এবেলা ডেস্কঃ

মালদহ: আম গাছে কি শুধু আমই ফলে? এমনটা যদি আপনার ধারণা হয়, তাহলে ভুল। অন্তত মালদহের ঘটনা তাই বলছে। আম গাছে ঝুলছিল ব্রাউন সুগার, যার বাজারমূল্য প্রায় ৪০ কোটি টাকা! ঘটনাটি প্রকাশ্যে আসতেই চমকে উঠেছে সকলে। তবে নেশাটি গাছে ফলেনি, বরং গাছের ডালে শুকোতে দেওয়া হয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে মালদহের কালিয়াচক থানার পুলিশ সেই ব্রাউন সুগার উদ্ধার করেছে।

পুজোর ঠিক আগে এটাই মালদহ পুলিশের বড় সাফল্য। গোপন তথ্যের ভিত্তিতে কালিয়াচকের গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ ভোলাইচক পাকা কোক এলাকার একটি আম বাগানে হানা দেয়। পুলিশ সূত্রে জানা যায়, সেখানে প্রায় ১০-১৫ জন মিলে ব্রাউন সুগার তৈরি করছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকিরা পালিয়ে গেলেও তিনজনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৩৯ কেজি ব্রাউন সুগার।

প্রাথমিক তদন্তে জানা যায়, ক্রুড থেকে ব্রাউন সুগার তৈরি করে তা আম গাছে বেঁধে শুকানোর কাজ চলছিল। উদ্ধার হওয়া ব্রাউন সুগারের আনুমানিক মূল্য প্রায় ৪০ কোটি টাকা। ধৃত তিনজনের নাম বরকত শেখ, রোফ শেখ এবং হাসিবুর শেখ। প্রত্যেকের বাড়ি কালিয়াচকের মোজমপুর এলাকায়।

পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব জানিয়েছেন, এই বছর এখনও পর্যন্ত শুধু মালদহ জেলাতেই প্রায় ১০০ কোটি টাকার বেশি ব্রাউন সুগার উদ্ধার হয়েছে। এই ঘটনাটিতে একবারে সর্বাধিক পরিমাণ ব্রাউন সুগার বাজেয়াপ্ত করা হয়েছে। চলতি বছরে জেলায় মোট ৯৭ কেজি ব্রাউন সুগার উদ্ধার করা হয়েছে এবং ২৪১ জনকে গ্রেফতার করা হয়েছে। গত বছর এই সংখ্যা ছিল যথাক্রমে ৫৩ কেজি এবং ১৪৩ জন। ঘটনার তদন্ত চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *