নির্বাচনে মনোনয়ন ও আসন ভাগাভাগি নিয়ে কোন পথে বিএনপি? – এবেলা
September 25, 2025

এবেলা ডেস্কঃ
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জোরকদমে প্রস্তুতি শুরু করেছে বিএনপি। আগামী এক মাসের মধ্যেই নির্বাচনি প্রচার শুরু করার লক্ষ্যে কাজ করছে দলটি। দলের পক্ষ থেকে প্রায় ২০০ আসনে প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়েছে।
দলীয় সূত্র অনুযায়ী, প্রার্থীদের বিষয়ে অভ্যন্তরীণ জরিপ ও গোয়েন্দা প্রতিবেদন যাচাইয়ের কাজ শেষ হয়েছে। এর পাশাপাশি প্রার্থীদের জীবনবৃত্তান্ত ও সাক্ষাৎকারও নেওয়া হচ্ছে। এই তালিকা চূড়ান্ত হলে তা স্থায়ী কমিটির কাছে জমা দেওয়া হবে এবং অনুমোদন মিললেই প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। তবে জামায়াতে ইসলামী ইতোমধ্যে তাদের প্রচার শুরু করায় মাঠের রাজনীতিতে পিছিয়ে পড়ার আশঙ্কাও করছেন দলের নেতারা।