ভয়াবহ ঘূর্ণিঝড় রাগাসা ধেয়ে আসছে, কোথায় আছড়ে পড়বে? – এবেলা
/indian-express-bangla/media/media_files/2024/10/25/vUrkj5HE2WXTDJXa7qfk.jpg)
এবেলা ডেস্কঃ
ফিলিপিন্সে আছড়ে পড়ার পর এবার হংকং এবং চীনের দিকে ধেয়ে আসছে বছরের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘রাগাসা’। এর প্রভাবে ইতিমধ্যেই ফিলিপিন্সের উত্তর কাগায়ান প্রদেশের পানুইটান দ্বীপ লন্ডভন্ড হয়ে গেছে। আবহাওয়া দফতরের সতর্কবার্তা অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যার মধ্যেই এটি ফিলিপিন্সের বাতানেস ও বাবুয়ান দ্বীপপুঞ্জেও আঘাত হানতে পারে।
ফিলিপিন্সের আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড়টি যখন পানুইটান দ্বীপে আছড়ে পড়ে, তখন তার গতিবেগ ছিল ঘণ্টায় ২৬৭ কিলোমিটার। এটি একটি ক্যাটাগরি-৫ হারিকেনের সমান শক্তিশালী। বর্তমানে ঘূর্ণিঝড়টি হংকং থেকে প্রায় ১,০০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করছে এবং এটি ঘণ্টায় ২৩ কিলোমিটার বেগে পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে।
এই ভয়াবহ ঘূর্ণিঝড় হংকং, ম্যাকাও এবং চীনের গুয়াংদং প্রদেশের দিকে এগোচ্ছে, যার ফলে লক্ষ লক্ষ মানুষের সম্পত্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। ইতিমধ্যেই উপকূলীয় অঞ্চলের হাজার হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। যদিও এখনও ঘূর্ণিঝড়টির মূল অংশ উপকূলে আঘাত হানেনি, তবুও ফিলিপিন্সের বিভিন্ন এলাকায় প্রবল বৃষ্টি শুরু হয়েছে। রাজধানী ম্যানিলাতেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে, যেখানে কিছু কিছু স্থানে বৃষ্টিপাতের পরিমাণ ৪০০ মিলিমিটার ছাড়িয়ে যেতে পারে।