বিয়ের পরেও যোগাযোগ বন্ধ প্রেমিকার! যুবকের কাণ্ড দেখে শিউরে উঠল উত্তরপ্রদেশ – এবেলা

এবেলা ডেস্কঃ

উত্তরপ্রদেশের কুশিনগরে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। দীর্ঘদিনের প্রেমিকা ফোন ধরা বন্ধ করে দেওয়ায় তাঁর ওপর ছুরি নিয়ে হামলা চালিয়েছেন এক যুবক। শুধু প্রেমিকা নন, পরে নিজের শরীরও রক্তাক্ত করেন হামলাকারী। দুই সন্তানের জননী ওই বিবাহিত নারীর সঙ্গে প্রায় ১৪ বছর ধরে সম্পর্ক ছিল ৩৫ বছর বয়সী কन्हাইয়া কুমারের। কিন্তু সম্প্রতি প্রেমিকা তাঁর সঙ্গে কথা বলা পুরোপুরি বন্ধ করে দেন। এর পরই সুরাট থেকে ট্রেনে চড়ে কুশিনগরে এসে প্রেমিকার শ্বশুরবাড়িতে হামলা চালান কन्हাইয়া। “যদি তুমি আমার না হতে পারো, তাহলে অন্য কারও হবে না” বলে প্রেমিকার দুই হাতে ছুরি দিয়ে আঘাত করেন তিনি।

রক্তাক্ত অবস্থায় প্রেমিকা হাইওয়ে পুলিশ ফাঁড়ির দিকে দৌড়ে যান। এই দৃশ্য দেখে কन्हাইয়াও নিজের দুই হাতের শিরা কেটে ফেলেন এবং শরীরের বিভিন্ন অংশে আঘাত করে প্রেমিকার পিছু নেন। পুলিশ দ্রুত আহত দুজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছে। প্রাথমিক চিকিৎসার পর দুজনকে পডারোনা মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। পুলিশকে দেওয়া বয়ানে প্রেমিকা জানান, পরিবারের অমতে বিয়ে না হওয়ায় কन्हাইয়ার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন তিনি। অন্যদিকে, কन्हাইয়া কাঁদতে কাঁদতে পুলিশকে বলেন, “যদি সে আমার না হয়, তাহলে অন্য কারও হবে না। যদি আমি বেঁচে যাই, তাহলে আমি তাকেও মেরে ফেলব।” পুলিশ জানিয়েছে, এটি একটি প্রেমের বিষয় এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *