পূজোর গেটে কেন খোলা তারে নিষেধাজ্ঞা? হঠাৎ কেন এই নির্দেশ দিলেন কলকাতার পুলিশ কমিশনার – এবেলা

এবেলা ডেস্কঃ
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবারের দুর্গাপূজোয় আর দেখা যাবে না খোলা তারে তৈরি আলোকসজ্জার গেট। সম্প্রতি শহরের ৮ জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনার পর কঠোর নির্দেশ দিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। তিনি বাহিনীকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মণ্ডপ থেকে শুরু করে আলোকসজ্জার গেট—কোথাও যেন খোলা বা ‘নেকেড’ তার না থাকে।
বুধবার দুপুরে আলিপুর বডিগার্ড লাইন্সে আসন্ন দুর্গাপূজার নিরাপত্তা সংক্রান্ত একটি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গেছে, এদিনের প্রায় সোয়া ঘণ্টার বৈঠকে পুলিশ কমিশনার বলেন, এবার পূজোর সময় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাই উৎসবের দিনগুলিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আর কোনো মর্মান্তিক মৃত্যু চান না তিনি। এই কারণেই আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই নির্দেশ দেওয়া হয়েছে।
একই সঙ্গে, মুচিপাড়ার সন্তোষ মিত্র স্কোয়ার, নিউ আলিপুরের সুরুচি সংঘ এবং চেতলা অগ্রণীর মতো জনবহুল মণ্ডপগুলোতে ভিড় সামলানোর জন্য বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। ট্র্যাফিক পুলিশকে যানজট নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি স্থানীয় থানাকেও ডিউটি শেষে ভিড় পরিস্থিতি সামলাতে বলা হয়েছে।
এছাড়া, পূজো প্যান্ডেল সংলগ্ন এলাকার ম্যানহোলের নিকাশি লাইন পরিষ্কার রাখার জন্য কলকাতা পুরসভার সঙ্গে যোগাযোগ রাখতেও ওসিদের নির্দেশ দিয়েছেন পুলিশ কমিশনার।