Amazon-এর চরম ধাক্কা ৩৪০ কোটির জরিমানা স্থগিতাদেশ বহাল রাখল সুপ্রিম কোর্ট কী ঘটল – এবেলা

এবেলা ডেস্কঃ

ই-কমার্স জায়ান্ট Amazon-এর জন্য বড় স্বস্তি, নাকি সাময়িক মুক্তি! ট্রেডমার্ক লঙ্ঘনের একটি পুরোনো মামলায় বহুজাতিক সংস্থাটিকে ৩৪০ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার যে নির্দেশ দিয়েছিল দিল্লি হাইকোর্ট, দেশের শীর্ষ আদালত বুধবার সেই রায়ের ওপর স্থগিতাদেশ বহাল রাখল। এর ফলে ফ্যাশন ব্র্যান্ড লাইফস্টাইল ইকুইটিজ সিভি-এর করা আপিলটি খারিজ হয়ে গেল। বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের ডিভিশন বেঞ্চ এই রায় দেয়। অর্থাৎ, আপাতত Amazon Technologies-কে এই বিপুল অঙ্কের টাকা দিতে হচ্ছে না। পুরো ঘটনাটি আইন ও বাণিজ্য মহলে বড় আলোচনার জন্ম দিয়েছে, কারণ এর সঙ্গে বিশাল অঙ্কের আর্থিক ক্ষতি এবং বাণিজ্যিক নীতির প্রশ্ন জড়িয়ে।

মামলাটির সূত্রপাত ২০২০ সালে, যখন লাইফস্টাইল ইকুইটিজ অভিযোগ করে যে Amazon-এর নিজস্ব ব্র্যান্ড ‘সিম্বল’-এর কিছু পণ্য তাদের নিবন্ধিত ‘বেভারলি হিলস পোলো ক্লাব’ (BHPC) লোগোর সঙ্গে বিভ্রান্তিকরভাবে মিলযুক্ত। দিল্লি হাইকোর্টের এক বিচারপতি প্রথমে অ্যামাজনকে ৩৪০ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিলেও, পরে অ্যামাজন তার বিরুদ্ধে আবেদন করে। ১ জুলাই দিল্লি হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্থগিতাদেশ জারি করে কারণ অ্যামাজনকে নাকি যথাযথ সমন পাঠানো হয়নি। এছাড়াও, বাদী সংস্থা শুরুতে মাত্র ২ কোটি টাকা দাবি করেছিল, যা পরে হঠাৎ করে ৩৩৬ কোটি টাকা হয়—এই বিষয়গুলি বিবেচনা করেই সুপ্রিম কোর্ট ডিভিশন বেঞ্চের সিদ্ধান্তকেই বহাল রেখেছে। ফলে Amazon-এর বিরুদ্ধে আসা ৩৪০ কোটি টাকার ক্ষতির আদেশ আপাতত স্থগিত রইল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *