কৃষনগরে হঠাৎ কীসের ৬টি নতুন গাড়ি? পুলিশের এক পদক্ষেপে তোলপাড় নদীয়া জেলা! – এবেলা

এবেলা ডেস্কঃ
নদীয়ার কৃষ্ণনগরে পুলিশের বহরে যুক্ত হলো ছয়টি নতুন অত্যাধুনিক গাড়ি। এই প্রথম নদীয়া-মুর্শিদাবাদ রেঞ্জে পুলিশের কাজে ব্যবহার করা হচ্ছে সম্পূর্ণ ইলেকট্রিক গাড়ি। এতদিন পেট্রল ও ডিজেল চালিত গাড়ির ওপর নির্ভরতা কমাতে এবং জ্বালানির খরচ নিয়ন্ত্রণে আনতেই এই নতুন উদ্যোগ। গত সোমবার নদীয়া-মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি ওয়াকার রেজা এই নতুন গাড়িগুলির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
পুলিশ সূত্রে খবর, প্রথম পর্যায়ে নবদ্বীপ, কোতোয়ালি, ধুবুলিয়া, নাকাশিপাড়া ও কালীগঞ্জ থানাকে এই গাড়িগুলি দেওয়া হয়েছে। মূলত ১২ নম্বর জাতীয় সড়কে টহলদারির কাজেই এগুলো ব্যবহার করা হবে। এতে একদিকে যেমন জ্বালানির খরচ কমবে, তেমনি টহলদারির কাজ আরও দ্রুত ও কার্যকর হবে বলে মনে করছে পুলিশ।
উদ্বোধনী অনুষ্ঠানে ডিআইজি ওয়াকার রেজা জানান, এই গাড়িগুলি চালু হওয়ায় জাতীয় সড়কে কোনো ঘটনা ঘটলে পুলিশ দ্রুত পদক্ষেপ নিতে পারবে। গাড়িগুলিতে রিফ্লেক্টিভ স্টিকার থাকায় দূর থেকেও তা সহজেই চোখে পড়বে। কৃষ্ণনগর পুলিশ জেলার এসপি অমরনাথ কে জানান, আগে যেখানে প্রতি গাড়ির পেছনে মাসে ৪০ হাজার টাকা খরচ হতো, এখন তা কমে ২০-২২ হাজার টাকায় নেমে আসবে। এর ফলে টহলদারি আরও জোরদার হবে। একই দিনে ধুবুলিয়া থানার নতুন ভবনেরও উদ্বোধন করা হয়।