দুর্গাপূজায় এবার ‘স্পাই ড্রোন’ দিয়ে নজরদারি, ভিড়ে অপকর্ম করলেই জালে অপরাধীরা! – এবেলা

এবেলা ডেস্কঃ
পূর্ব মেদিনীপুর: দুর্গাপূজার সময় জনসমাগমকে সুরক্ষিত রাখতে এবার অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। ভিড়ের মধ্যে যেকোনো অপ্রীতিকর ঘটনা ঠেকাতে ড্রোন ক্যামেরার মাধ্যমে আকাশ থেকে নজরদারি চালানো হবে। পাশাপাশি, থাকবে সিসি ক্যামেরা এবং ভিডিওগ্রাফির ব্যবস্থা। সবকিছুর নিয়ন্ত্রণ থাকবে জেলা পুলিশের মূল কন্ট্রোলরুমে।
পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য জানান, পূজার সময় মূলত দুই ধরনের অপরাধ হয়ে থাকে—একটি ভিড়ের মধ্যে ছিনতাই ও চুরি এবং অন্যটি ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে চুরি। প্রথমটি প্রতিরোধের জন্য সাদা পোশাকের পুলিশ, সিসি ক্যামেরা ও ড্রোন ব্যবহার করা হবে। দ্বিতীয়টির ক্ষেত্রে বাড়ির মালিকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ছুটির সময়ে সোশ্যাল মিডিয়ায় বাড়ির অবস্থান জানানোর ব্যাপারে বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে। কোনো বাড়ি ফাঁকা থাকলে সে বিষয়ে থানায় জানাতেও অনুরোধ করা হয়েছে। এ সময় বাইকে করে পুলিশের টহলদারিও চলবে।
এছাড়াও, মেচেদা এবং কাঁথি সেন্ট্রাল বাসস্ট্যান্ডে পুলিশ কিয়স্ক থাকবে, যেখানে সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারি চলবে। পূজার সময় জেলায় মোট ৩০টি পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ স্থাপন করা হচ্ছে। এসব বুথ থেকে শিশুদের জন্য পরিচয়পত্র দেওয়া হবে, যা ভিড়ে হারিয়ে যাওয়া শিশুদের খুঁজে পেতে সহায়ক হবে।
নিরাপত্তা নিশ্চিত করতে এবার পূর্ব মেদিনীপুরে প্রায় পাঁচশো পুলিশ অফিসার, সাড়ে বারোশো কনস্টেবল ও লেডি কনস্টেবল এবং চার হাজার সিভিক ভলান্টিয়ার ডিউটিতে থাকবেন। ২৫ সেপ্টেম্বর থেকেই কলকাতামুখী ভারী যানবাহন নিয়ন্ত্রণ করা শুরু হবে। জেলার গুরুত্বপূর্ণ শহরগুলোতে ট্রাফিক নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
দীঘা, মন্দারমণি-সহ পর্যটন কেন্দ্রগুলোতেও বাড়তি নিরাপত্তা থাকবে। জলপথেও নজরদারি বাড়ানো হবে। পাশাপাশি, মণ্ডপে সিসি ক্যামেরা লাগানোর জন্য প্রতিটি পূজো কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে। সুষ্ঠুভাবে বিসর্জন প্রক্রিয়া সম্পন্ন করতেও পূজো কমিটিগুলোর সঙ্গে পুলিশের বৈঠক হয়েছে। সব মিলিয়ে, পূর্ব মেদিনীপুরে এবারের পূজা উদযাপনে কড়া নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর জেলা পুলিশ।