ভয়ংকর! ₹৭০০ কোটি তছরুপের জালিয়াতি কীভাবে ফাঁস হলো ইনকাম ট্যাক্স বিভাগের হাতে – এবেলা

এবেলা ডেস্কঃ
আয়কর রিফান্ডের নামে ৭০০ কোটি টাকারও বেশি অঙ্কের বিশাল এক জালিয়াতি চক্রের পর্দাফাঁস করল আয়কর বিভাগ। ভুয়া বিল, মিথ্যা অনুদানের রসিদ ও জাল নথিপত্র ব্যবহার করে এই বিরাট অর্থ আত্মসাতের চেষ্টা চলছিল, যা দেশজুড়ে বড়সড় চাঞ্চল্য তৈরি করেছে। তদন্তে উঠে এসেছে, নকল ই-মেইল আইডি ব্যবহার করে অসংখ্য ভুয়া রিটার্ন একসঙ্গে জমা দেওয়া হতো এবং পরে সেগুলিকে মুছে ফেলা হতো। ফলস্বরূপ আয়কর বিভাগের নোটিশ পৌঁছাত না, যা জালিয়াতদের কাজ আরও সহজ করে তুলত। এই চক্রের গভীরে গিয়ে আয়কর বিভাগ এখন ২০,০০০-এর বেশি রিফান্ডের মামলা খতিয়ে দেখছে। বিশেষ করে, শেষ পাঁচ দিনে জমা হওয়া প্রায় তিন কোটি রিটার্নের ওপর কড়া নজর রাখা হচ্ছে, কারণ এই সময়েই জালিয়াতির চেষ্টা বেশি হয় বলে মনে করা হচ্ছে।
জালিয়াতরা মূলত এমন সংস্থাকে দান দেখাতো যারা রিফান্ড পাওয়ার যোগ্যই নয়, অথবা দান করা টাকা সংশ্লিষ্ট সংস্থার অ্যাকাউন্টে যেত না। এই ঘটনার সঙ্গে কিছু চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এবং থার্ড পার্টি এজেন্টের যোগসাজশও মিলেছে। এই বিপুল জালিয়াতি ধরতে আয়কর বিভাগ এখন কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-এর মতো অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করছে। মহারাষ্ট্র, উত্তর প্রদেশ, তামিলনাড়ু, দিল্লি, গুজরাট, পাঞ্জাব এবং মধ্যপ্রদেশ সহ দেশের একাধিক রাজ্যে এই চক্র সক্রিয় ছিল বলে খবর। তদন্ত যত এগোবে, এই কাণ্ডে আরও কত বড় মাথা জড়িত, তা সামনে আসবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।