প্রেসিডেন্ট শি কি শেষমেশ আমেরিকার কাছে হার মানলেন – এবেলা

এবেলা ডেস্কঃ

বিশ্ব বাণিজ্য সংস্থা বা WTO-তে হঠাৎ করে নিজেদের ‘উন্নয়নশীল’ দেশের মর্যাদা ত্যাগ করল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চিন। বহু বছর ধরে আমেরিকা এই মর্যাদা প্রত্যাহারের জন্য চাপ সৃষ্টি করে আসছিল। এই আকস্মিক সিদ্ধান্ত বিশ্বজুড়ে কৌতূহল সৃষ্টি করেছে— ঠিক কী কারণে এই অর্থনৈতিক সুপারপাওয়ার এতদিনের সুবিধা ছাড়তে রাজি হলো? দীর্ঘদিন ধরেই মার্কিন প্রশাসন দাবি করে আসছিল যে, চিনের মতো অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশ উন্নয়নশীল দেশের তকমা ব্যবহার করে যে বিশেষ বাণিজ্যিক সুবিধাগুলো ভোগ করে আসছে, তা বন্ধ হওয়া উচিত। অবশেষে আমেরিকার সেই প্রত্যাশার পথেই হাঁটতে দেখা গেল বেজিংকে, যদিও তারা বিবৃতিতে সরাসরি কোনো দেশের নাম উল্লেখ করেনি।

এই পদক্ষেপকে বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থার জন্য একটি গুরুত্বপূর্ণ মোড় হিসাবে দেখছেন বিশেষজ্ঞরা। WTO-এর মহাপরিচালক এনগোজি ওকোনজো-ইওয়েলা এই সিদ্ধান্তকে ‘সংস্থার সংস্কারের জন্য বড় খবর’ বলে স্বাগত জানিয়েছেন। গত মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক বৈঠকে চিনের প্রধানমন্ত্রী লি কিয়াং এই ঘোষণা করেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, চিন এখন থেকে উন্নয়নশীল দেশগুলোর জন্য বরাদ্দ বিশেষ সুবিধা দাবি করবে না। তবে একইসঙ্গে চিন জানিয়েছে, অর্থনীতিতে দ্বিতীয় বৃহত্তম হলেও তারা এখনও নিজেদের একটি মধ্যম আয়ের দেশ এবং উন্নয়নশীল বিশ্বের অংশ হিসাবেই বিবেচনা করে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *