আস্রমের আড়ালে চলত কীসের খেলা? ১৫ ছাত্রীর ভয়ঙ্কর অভিযোগ শুনে চমকে উঠল দিল্লি – এবেলা

এবেলা ডেস্কঃ
দিল্লির এক নামী আস্রমের প্রধানের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ এনেছে কমপক্ষে ১৫ জন ছাত্রী। তাদের দাবি, আস্রমের প্রধান চৈতন্যনন্দ ওরফে চিন্ময়ানন্দ নিয়মিত তাদের যৌন হেনস্থা করতেন। এই চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে পুলিশ। জানা গিয়েছে, অভিযুক্তের বিলাসবহুল ভলভো গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে, যার নম্বর প্লেটে ছিল ভুয়ো ‘UN’ (জাতিসংঘ) লেখা। পুলিশের ধারণা, আস্রমের আড়ালে এই প্রধান দীর্ঘদিন ধরে নিজের প্রভাব খাটিয়ে ছাত্রীদের ওপর যৌন নির্যাতন চালিয়ে আসছিল। কিছু ওয়ার্ডেনও এই কাজে তাকে সাহায্য করত বলে অভিযোগ উঠেছে।
ইতিমধ্যে এই ঘটনায় মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। দক্ষিণ-পশ্চিম দিল্লির ডিসিপি অমিত গোয়েল জানিয়েছেন, অভিযুক্তকে চিহ্নিত করা হয়েছে এবং তাকে ধরতে জোরদার তল্লাশি চলছে। জানা গেছে, অভিযুক্ত ঘটনার পর থেকেই পলাতক ছিল এবং তার সর্বশেষ অবস্থান আগ্রার আশেপাশে ছিল। পুলিশ সূত্র অনুযায়ী, ১৫ জন ছাত্রীর গোপন জবানবন্দি নেওয়া হয়েছে ম্যাজিস্ট্রেটের সামনে। আস্রম কর্তৃপক্ষ অবশ্য দাবি করেছে, অভিযোগ সামনে আসার পরই অভিযুক্তকে বহিষ্কার করা হয়েছে এবং তারা পুলিশকে পূর্ণ সহযোগিতা করছে।