ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এ কী হলো! রাষ্ট্রসংঘের বৈঠকে একের পর এক অদ্ভুত কাণ্ড, ষড়যন্ত্রের গন্ধ – এবেলা

এবেলা ডেস্কঃ
আন্তর্জাতিক ডেস্ক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক রাষ্ট্রসংঘ সফর ঘিরে রহস্য দানা বেঁধেছে। বৈঠক চলাকালীন একের পর এক অপ্রত্যাশিত যান্ত্রিক গোলযোগের মুখে পড়েন তিনি, যা হোয়াইট হাউসের নজর এড়ায়নি। অভিযোগ উঠেছে, প্রেসিডেন্টকে আসাম্মান করার জন্য এই ঘটনাগুলি ইচ্ছাকৃতভাবে ঘটানো হয়েছে। ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প চলমান সিঁড়িতে পা রাখা মাত্রই সেটি আকস্মিকভাবে থেমে যায়। ফলে, তাঁদের হেঁটেই উপরে উঠতে হয়—এমন অপ্রত্যাশিত ঘটনায় অনেকেই হতবাক।
এই ঘটনার রেশ কাটতে না কাটতেই আরেকটি বড় বিপত্তি ঘটে। রাষ্ট্রসংঘের গুরুত্বপূর্ণ মঞ্চে ভাষণ দেওয়ার ঠিক আগে প্রেসিডেন্ট ট্রাম্পের টেলিপ্রম্পটারটিও অকেজো হয়ে যায়। হোয়াইট হাউস এই পরপর অদ্ভুত ঘটনাকে কোনো নিছক দুর্ঘটনা হিসেবে মানতে নারাজ। তারা এটিকে একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র বলে সন্দেহ করছে এবং এর নেপথ্যে থাকা ব্যক্তিদের খুঁজে বের করতে অবিলম্বে উচ্চ-পর্যায়ের তদন্তের দাবি জানিয়েছে। আন্তর্জাতিক মহলে এই চাঞ্চল্যকর ঘটনা ব্যাপক গুঞ্জন সৃষ্টি করেছে।