খুশকি থেকে টাক, চুল নিয়ে সব সমস্যার সমাধান লুকিয়ে আছে এই সাধারণ মশলায়! – এবেলা

এবেলা ডেস্কঃ
আধুনিক হেয়ার কেয়ার প্রোডাক্টের ভিড়েও চুলের যত্নে মা-ঠাকুমার ঘরোয়া টোটকার উপর ভরসা এখনও অটুট। আর সেই তালিকায় একেবারে উপরের দিকেই রয়েছে মেথি। এই সাধারণ মশলাটি যে শুধু রান্নার স্বাদ বাড়ায় তাই নয়, বরং চুলের সমস্যা সমাধানেও ম্যাজিকের মতো কাজ করে। মেথিতে থাকা প্রোটিন, আয়রন, ভিটামিন সি এবং লেসিথিনের মতো উপাদান মাথার ত্বককে পুষ্টি জোগায় এবং চুলের গোড়া মজবুত করে।
চুলের জন্য মেথির উপকারিতা
- চুল পড়া কমায়: মেথিতে থাকা প্রোটিন ও নিকোটিনিক অ্যাসিড চুলের গোড়া মজবুত করে এবং চুল ভেঙে পড়া কমায়।
- খুশকি দূর করে: এর অ্যান্টি-ফাঙ্গাল গুণাগুণ মাথার ত্বককে পরিষ্কার রাখে এবং খুশকির সমস্যা দূর করতে সাহায্য করে।
- শুষ্ক চুলের আর্দ্রতা ফেরায়: মেথির নিয়মিত ব্যবহারে চুল নরম ও মসৃণ হয়।
- অকালপক্কতা রোধ: এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট অকালে চুল পেকে যাওয়ার সমস্যা প্রতিরোধ করে।
- চুলের বৃদ্ধি ঘটায়: মেথি মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়িয়ে চুলের দ্রুত বৃদ্ধিতে সহায়তা করে।
যেভাবে বানাবেন মেথির হেয়ার মাস্ক
প্রথমে দুই টেবিল চামচ মেথি সারারাত জলে ভিজিয়ে রাখুন। সকালে জল ঝরিয়ে মেথি মিহি করে বেটে নিন। তৈলাক্ত চুলের জন্য এই পেস্টে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিন। আর শুষ্ক চুলের ক্ষেত্রে তিন টেবিল চামচ দই বা নারকেল তেল দিয়ে একটি মসৃণ পেস্ট তৈরি করুন।
যেভাবে ব্যবহার করবেন
তৈরি করা পেস্টটি মাথার ত্বক ও চুলের গোড়ায় ভালো করে লাগান এবং হালকা হাতে মাসাজ করুন। ৩০-৪০ মিনিট পর সাধারণ জল দিয়ে ধুয়ে ফেলুন। এরপর একটি হালকা শ্যাম্পু ব্যবহার করতে পারেন। সেরা ফল পেতে সপ্তাহে অন্তত একবার এই হেয়ার মাস্ক ব্যবহার করুন। নিয়মিত এই টোটকা মেনে চললে ঘন, ঝলমলে ও মজবুত চুল পাওয়া কোনো কঠিন কাজ নয়।