নীতীশের কেল্লায় রাহুলের ‘মাষ্টারস্ট্রোক’ ইবিসিদের জন্য আলাদা আইন! বিহারে কি বাজিমাত করবে কংগ্রেস? – এবেলা

এবেলা ডেস্কঃ
বিহারের রাজনীতিতে বড় মোড় এনে বিরোধী ‘INDIA’ জোট মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের দীর্ঘদিনের ভোটব্যাঙ্কে আঘাত হানল। আসন্ন বিহার বিধানসভা নির্বাচন ২০২৫-এর আগে পটনায় কংগ্রেসের কার্যকরী কমিটির বৈঠকে অতি পিছিয়ে পড়া শ্রেণি (EBC)-দের জন্য বড় প্রতিশ্রুতি দিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। RJD নেতা তেজস্বী যাদব এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের উপস্থিতিতে তিনি EBC-দের জন্য দশটি সংকল্প ঘোষণা করেন। এই ঘোষণার মধ্যে অন্যতম হলো তফশিলি জাতি (SC) এবং উপজাতি (ST) আইনের মতো EBC-দের জন্য বিশেষ আইন প্রণয়ন করা, যা তাদের সামাজিক সুরক্ষা বাড়াবে।
রাজনৈতিক মহলের ধারণা, বিহারের প্রায় ৩৬ শতাংশ জনসংখ্যা ইবিসি। ঐতিহ্যগতভাবে এই অংশ নীতীশ কুমারের রাজনৈতিক প্রতিপত্তির মূল ভিত্তি। রাহুল গান্ধী শুধু বিশেষ আইনের প্রতিশ্রুতিই দেননি, বরং EBC-দের সংরক্ষণ ২০ শতাংশ থেকে বাড়িয়ে ৩০ শতাংশ করারও ঘোষণা করেছেন। এর পাশাপাশি ‘INDIA’ শিবির এসসি, এসটি, ওবিসি এবং ইবিসিদের জন্য মোট সংরক্ষণ ৫০ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, রাহুল গান্ধীর এই ‘মাষ্টারস্ট্রোক’ সরাসরি নীতীশ কুমারের ভোটব্যাঙ্কে আঘাত হানার একটি সুচিন্তিত কৌশল, যা বিহারের ক্ষমতা দখলের সমীকরণ বদলে দিতে পারে।