আমেরিকার শুল্কের কোপ, ‘ব্যক্তিগত বন্ধুত্বে বিদেশনীতি চলে না’ মোদিকে কড়া বার্তা রাহুলের – এবেলা

এবেলা ডেস্কঃ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের একের পর এক কঠোর পদক্ষেপে যখন ভারতীয় পণ্য ও কর্মীদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে, ঠিক তখনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিদেশনীতি নিয়ে তীব্র আক্রমণ শানালেন কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধী। পটনায় কংগ্রেসের ওয়ার্কিং কমিটির (CWC) বৈঠকে লোকসভার বিরোধী দলনেতা সরাসরি অভিযোগ করেন, মোদি সরকারের কূটনৈতিক ব্যর্থতার কারণেই দেশের বিদেশনীতি মুখ থুবড়ে পড়েছে। সম্প্রতি ট্রাম্প প্রশাসন রাশিয়া থেকে তেল কেনার জেরে ভারতের ওপর ২৫ শতাংশ অতিরিক্ত জরিমানা চাপিয়েছে, যার ফলে ৫০ শতাংশ শুল্কের বোঝায় আমেরিকায় পণ্য রফতানিতে দেশের বহু ক্ষেত্র ক্ষতির মুখে। একই সঙ্গে, ভারতীয় কর্মীদের জন্য প্রয়োজনীয় H-1B ভিসার নিয়মে কড়াকড়ি ও বিদেশি কর্মী নিয়োগে এককালীন এক লক্ষ ডলারের নতুন নির্দেশ তথাকথিত ‘বন্ধু’ ট্রাম্পের পক্ষ থেকে ভারতের তথ্য-প্রযুক্তিকর্মীদের জন্য ঘোর অনিশ্চয়তা তৈরি করেছে।

এই গুরুতর পরিস্থিতিতে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী প্রধানমন্ত্রী মোদিকে আক্রমণ করে কটাক্ষের সুরে বলেন, “ব্যক্তিগত বন্ধুত্বের ভিত্তিতে বিদেশ নীতি তৈরি হয় না।” তিনি জোর দিয়ে বলেন, এই সময় প্রধানমন্ত্রীর উচিত প্রেসিডেন্ট ট্রাম্পকে মোক্ষম জবাব দেওয়া এবং ভারতের জাতীয় স্বার্থকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও একই সুরে আক্রমণ করে অভিযোগ করেন, একসময় মোদি যাঁকে খুব উৎসাহের সঙ্গে ‘আমার বন্ধু’ বলতেন, আজ তিনিই ভারতকে একের পর এক সমস্যায় ফেলেছেন। তবে ভারত এই শুল্ক আরোপকে ‘অন্যায্য ও অযৌক্তিক’ বলে দাগিয়ে দিয়েছে এবং সাফ জানিয়েছে, ভারত তার জাতীয় স্বার্থ ও অর্থনৈতিক সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *