বিশ্বমঞ্চে ঝড় তুললেন জয়শঙ্কর! উন্নয়নশীল দেশের অধিকার কেন আজ চ্যালেঞ্জের মুখে? – এবেলা

এবেলা ডেস্কঃ
কেন বিশ্বজুড়ে আজ প্রশ্নের মুখে উন্নয়নশীল দেশগুলির অধিকার
দীর্ঘদিনের প্রত্যাশা ও অধিকার আজ কঠিন চ্যালেঞ্জের মুখে। নিউ ইয়র্কে ‘লাইক-মাইন্ডেড গ্লোবাল সাউথ কান্ট্রিজ’-এর এক উচ্চপর্যায়ের বৈঠকে এই উদ্বেগ প্রকাশ করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি জানান, কোভিড মহামারী, ইউক্রেন-গাজার সংঘাত এবং বিশ্বজুড়ে ক্রমবর্ধমান অনিশ্চয়তা এই সংকটকে আরও তীব্র করেছে। বিশেষত, জলবায়ু পরিবর্তন, বাণিজ্য ও বিনিয়োগে অস্থিরতা এবং এসডিজি লক্ষ্য পূরণে বিলম্বের মতো বিষয়গুলি উন্নয়নশীল দেশগুলিকে গভীর উদ্বেগে ফেলেছে। জয়শঙ্কর প্রশ্ন তোলেন, এই পরিস্থিতিতে বহুদেশীয় সহযোগিতা বা ‘মাল্টিল্যাটারেলিজম’ কেন সমাধান দিতে পারছে না, এবং এর ফলে আন্তর্জাতিক সংস্থাগুলির অকার্যকর হয়ে পড়া ও আর্থিক সংকটের মাশুল আজ স্পষ্টভাবে দৃশ্যমান।
এই সংকট কাটিয়ে উঠতে বিদেশমন্ত্রী উন্নয়নশীল দেশগুলির মধ্যে ঐক্যবদ্ধ পদক্ষেপের উপর জোর দেন। তিনি অর্থনৈতিক স্বচ্ছতা, পারস্পরিক বাণিজ্য, বিনিয়োগ এবং প্রযুক্তিগত সহযোগিতার মাধ্যমে সংহতি বাড়ানোর আহ্বান জানান। খাদ্য, সার ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সংঘাতের দ্রুত সমাধান জরুরি বলে তিনি মনে করেন। একইসঙ্গে, উন্নয়নমূলক কাজে প্রযুক্তির ব্যবহার, বিশেষ করে ডিজিটাল পরিকাঠামো গড়ে তোলাকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। জাতিসংঘসহ অন্যান্য বহুদেশীয় সংস্থাগুলোর সংস্কার এবং গ্লোবাল সাউথের স্বার্থ রক্ষাকারী পদক্ষেপ নেওয়ার জন্য তিনি একাধিক প্রস্তাবও উত্থাপন করেন।