মার্কিন মুলুকে নতুন ফাঁদ! ট্রাম্পের H-1B নীতিকে বুড়ো আঙুল দেখিয়ে ভারতীয়দের ‘সুপার ভিসা’ জয়, আসলে কী ঘটছে – এবেলা

এবেলা ডেস্কঃ
আমেরিকায় কাজের স্বপ্ন দেখা ভারতীয় পেশাজীবীরা এখন আর H-1B ভিসার কঠোর নিয়মের অপেক্ষায় নেই। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কড়া নীতি ও ব্যয়বহুল আবেদন প্রক্রিয়া অনেককেই অন্য পথ খুঁজতে বাধ্য করেছে। তবে হতাশ না হয়ে, ভারতীয়রা সেই প্রতিকূলতাকেই সুযোগে পরিণত করে নতুন এক ‘সুপার ভিসা’ বা O-1 ভিসা-য় ঝুঁকছেন। এটি H-1B-এর লটারি, কোটা এবং চড়া ফি-এর ঝামেলা এড়িয়ে সরাসরি গ্রিন কার্ডের পথ প্রশস্ত করে দিচ্ছে। কিন্তু এই ভিসা কি সবার জন্য? এটি পেতে হলে ঠিক কতটা ‘অসাধারণ’ হতে হয়, সেই প্রশ্নই এখন বড় হচ্ছে।
সম্প্রতি বেঙ্গালুরুর ২৬ বছর বয়সী এআই বিশেষজ্ঞ তনুশ শরণার্থী এই O-1 ভিসা অর্জন করে তাক লাগিয়ে দিয়েছেন, যিনি তিনবার H-1B-তে প্রত্যাখ্যাত হয়েছিলেন। কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) নিয়ে তাঁর ১২টি যুগান্তকারী গবেষণাপত্র এবং আন্তর্জাতিক স্বীকৃতিই তাঁকে এই ‘অসাধারণ মেধা ও দক্ষতা’-র ভিসা পেতে সাহায্য করেছে। অর্থাৎ, এই O-1 ভিসা শুধুমাত্র সেইসব ‘সুপারস্টার’ পেশাজীবীদের জন্য, যাঁরা বিজ্ঞান, শিল্পকলা বা ব্যবসার মতো ক্ষেত্রে আন্তর্জাতিক পুরস্কার, উদ্ভাবনী গবেষণা বা নামকরা গণমাধ্যমে কাজের উল্লেখের মতো মানদণ্ড পূরণ করতে পারেন। ট্রাম্পের H-1B ফাঁদ এড়িয়ে আমেরিকায় আধিপত্য কায়েম করতে এই কৌশলই এখন ভারতীয়দের নতুন ভরসা।