‘খাল বুজিয়ে প্রমোটারি রাজ, জল যাবে কোথায়?’ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অধীর – এবেলা

এবেলা ডেস্কঃ
টানা বৃষ্টিতে জলমগ্ন কলকাতার বেহাল নিকাশি ব্যবস্থার জন্য সরাসরি রাজ্য সরকারকে কাঠগড়ায় তুললেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। শহরের বিস্তীর্ণ এলাকা জলের তলায়, আর তার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একাধিক মৃত্যুর ঘটনায় তিনি রাজ্য সরকারের গাফিলতিকেই দায়ী করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অতিবৃষ্টি এবং ফারাক্কার পলি সংস্কার না হওয়াকে কারণ হিসেবে উল্লেখ করলেও, অধীর সেই যুক্তি মানতে নারাজ। তিনি প্রশ্ন তুলেছেন, “বৃষ্টি তো ভূমিকম্প নয়! তাহলে কেন আগে থেকে ব্যবস্থা নেওয়া হয়নি?”
অধীর বলেন, নগরোন্নয়ন মন্ত্রী হিসেবে মুখ্যমন্ত্রী দায়িত্ব পালনের বদলে শুধু পুজোর উদ্বোধনেই ব্যস্ত। তাঁর আরও অভিযোগ, খাল সংস্কারের নামে টাকা লোপাট করা হচ্ছে এবং অবৈধ প্রোমোটারির কারণে শহরের খাল ও পুকুর বুজিয়ে ফেলা হয়েছে। এর ফলস্বরূপ সামান্য বৃষ্টিতেই জল জমে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। অধীর বলেন, “মুখ্যমন্ত্রীর যদি সাহস থাকে, তাহলে একটি লাইভ ডিবেটে আসুন, তখন গোটা সিস্টেমের মুখোশ খুলে যাবে।”