মুসলিম ভোটের লোভে ‘ডেঙ্গু-ম্যালেরিয়া’ মন্তব্যের পরও কেন ইসলামিক শিক্ষাকে সিলেবাসে আনলেন স্ট্যালিন? – এবেলা

এবেলা ডেস্কঃ
সনাতন ধর্মকে ‘ডেঙ্গু-ম্যালেরিয়া’ বলে বিতর্ক তৈরি করেছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের ছেলে উদয়নিধি স্ট্যালিন। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার মুসলিম সম্প্রদায়ের অধিকার রক্ষার শপথ নিলেন বাবা। সম্প্রতি চেন্নাইয়ে নবী মুহাম্মদের ১৫০০তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি রাজ্যের স্কুল পাঠ্যক্রমে ইসলামিক শিক্ষা অন্তর্ভুক্ত করার ঘোষণা দেন। স্ট্যালিনের এই ঘোষণাকে কেন্দ্র করে শুরু হয়েছে নতুন বিতর্ক।
রাজনৈতিক মহলের মতে, ভোটব্যাংকের রাজনীতির কারণেই স্ট্যালিন এই পদক্ষেপ নিয়েছেন। ডিএমকে বরাবরই মুসলিম ভোটকে নিজেদের পক্ষে রাখার চেষ্টা করে। তবে এ ধরনের সিদ্ধান্ত রাজ্যের অন্যান্য সম্প্রদায়ের মধ্যে বিভেদ তৈরি করতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এদিকে বিজেপিসহ বিভিন্ন বিরোধী দল এই পদক্ষেপের তীব্র সমালোচনা করে বলেছে যে এটি কেবল একটি নির্বাচনী কৌশল এবং এতে সমাজের মধ্যে উত্তেজনা বাড়তে পারে।