পাকিস্তানের ডাক্তারকে বিয়ে করলেন এক ‘চাওয়ালার’ ছেলে! বিয়ের পর এমন মন্তব্য করলেন যে সবাই অবাক – এবেলা

এবেলা ডেস্কঃ
পাকিস্তানের এক নারী ডাক্তারের সঙ্গে এক ‘চাওয়ালার’ বিয়ের ঘটনা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সাড়া ফেলেছে। এই ব্যতিক্রমী প্রেমকাহিনি উঠে এসেছে ‘মেরা পাকিস্তান’ নামের একটি ইউটিউব চ্যানেলে, যেখানে তারা নিজেরাই নিজেদের গল্প বলেছেন।
ঘটনাটি পাকিস্তানের ওকারা শহরের দিপালপুরের। সেখানকার একটি হাসপাতালে ডা. কিশ্বর এবং শাহওয়ালার শাহজাদ একসঙ্গে কাজ করতেন। কিশ্বর একজন ডাক্তার হিসেবে কর্মরত ছিলেন, আর শাহজাদ ছিলেন একজন চা বিক্রেতা ও পরিচ্ছন্নতা কর্মী।
হাসপাতালে কাজের সময় শাহজাদ প্রায়ই কিশ্বরকে চা দিতেন এবং তার কেবিন পরিষ্কার করতেন। এভাবেই তাদের মধ্যে আলাপ শুরু হয়। কিশ্বর নিজেই শাহজাদের মোবাইল নম্বর চেয়ে নেন এবং এরপর তাদের নিয়মিত কথা হতে থাকে। এই কথোপকথনের একপর্যায়ে কিশ্বর শাহজাদের প্রেমে পড়েন এবং তিনিই প্রথম বিয়ের প্রস্তাব দেন।
শাহজাদের বিনয়ী ও সম্মানের ব্যবহার কিশ্বরের মন জয় করে। কিশ্বর জানান, শাহজাদ তার প্রতি খুবই শ্রদ্ধাশীল ছিলেন, চা দেওয়ার সময়ও তিনি মাথা নিচু করে থাকতেন। তার এই গুণই কিশ্বরকে বিয়ের সিদ্ধান্ত নিতে অনুপ্রাণিত করে।
এই বিয়ের পর কিশ্বরকে অনেক সমালোচনা শুনতে হয়, যার ফলে তিনি হাসপাতাল ছেড়ে দেন। বর্তমানে তিনি নিজের একটি ক্লিনিক খোলার কথা ভাবছেন। এই দম্পতির প্রেমকাহিনি প্রমাণ করে যে ভালোবাসার ক্ষেত্রে সামাজিক অবস্থান, অর্থ বা পেশা কোনো বাধা নয়।