মুর্শিদাবাদের সরকারি হাসপাতালে এ কী কাণ্ড, রোগী দেখতে গিয়ে গণধর্ষণের চেষ্টা! – এবেলা

এবেলা ডেস্কঃ
মুর্শিদাবাদের নওদা থানার আমতলা গ্রামীণ হাসপাতালে এক রোগীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, রবিবার বিকেলে অসুস্থ হয়ে হাসপাতালে আসা এক মধ্যবয়সী মহিলাকে রক্তচাপ মাপার নাম করে হাসপাতালের এক গ্রুপ-ডি কর্মী ঘরে ডেকে নিয়ে যায় এবং ধর্ষণের চেষ্টা করে। মহিলার চিৎকারে স্থানীয়রা ছুটে এলে অভিযুক্ত পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে।
পুলিশ অভিযুক্তকে নিয়ে যেতে চাইলে ক্ষুব্ধ জনতা বাধা দেওয়ার চেষ্টা করে। তবে পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে অভিযুক্তকে থানায় নিয়ে যেতে সক্ষম হয়। এরপর নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করে। সোমবার তাকে আদালতে হাজির করা হলে বিচারক তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। এই ঘটনার পর এলাকার মানুষের মধ্যে ব্যাপক উত্তেজনা ও ক্ষোভ সৃষ্টি হয়েছে।