শ্রেয়াস আইয়ারের টেস্ট ক্রিকেট থেকে দূরে থাকার কারণ কী? বোর্ডের চাঞ্চল্যকর স্বীকারোক্তি – এবেলা

এবেলা ডেস্কঃ
দীর্ঘদিন ধরে ভারতীয় দল থেকে দূরে থাকা ক্রিকেটার শ্রেয়াস আইয়ারের টেস্ট ক্রিকেট থেকে সাময়িক বিরতি নেওয়ার কারণ নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। সম্প্রতি অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিরুদ্ধে দ্বিতীয় অনানুষ্ঠানিক টেস্ট ম্যাচ থেকে সরে দাঁড়ান আইয়ার। তার অনুপস্থিতিতে উইকেটরক্ষক ধ্রুব জুরেলকে ভারত ‘এ’ দলের অধিনায়কত্ব দেওয়া হয়।
বিসিসিআই-এর পক্ষ থেকে জানানো হয়েছে, আইয়ার আপাতত আগামী ছয় মাসের জন্য টেস্ট ক্রিকেট খেলবেন না। বিসিসিআই-এর সচিব দেবজিত সাইকিয়া এই বিষয়ে স্পষ্ট করেছেন যে, অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিরুদ্ধে অনানুষ্ঠানিক টেস্ট খেলার সময় আইয়ার পিঠে বারবার খিঁচ ও যন্ত্রণার শিকার হয়েছিলেন। এই শারীরিক অস্বস্তির কারণেই তিনি আপাতত দীর্ঘ ফর্ম্যাটের ক্রিকেট থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। উল্লেখ্য, এর আগে আইয়ারের পিঠে অস্ত্রোপচারও হয়েছিল।
চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকেই জাতীয় দল থেকে বাইরে রয়েছেন শ্রেয়াস। প্রথমে তাকে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে বাদ দেওয়া হয়, এরপর এশিয়া কাপের দলেও তার জায়গা হয়নি। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট দলে তার থাকা প্রায় নিশ্চিত ছিল, কিন্তু তার আগেই তিনি লাল বলের ক্রিকেট থেকে বিরতি নেওয়ার কথা জানান।