দুর্গাপূজার আগে কী হলো কলকাতায়! কেন বন্ধ হলো মেট্রো? – এবেলা
September 25, 2025

এবেলা ডেস্কঃ
রাতভর প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা, দুর্ভোগে সাধারণ মানুষ। উৎসবের মরশুমের মুখে শহরের বহু গুরুত্বপূর্ণ রাস্তা জলমগ্ন। এর মধ্যেই শহরের লাইফলাইন মেট্রো পরিষেবা ব্যাহত হওয়ায় চরম সমস্যায় পড়েছেন যাত্রীরা। ব্লু লাইনে ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত আপ এবং ডাউন, উভয় রুটে মেট্রো চলাচল পুরোপুরি বন্ধ রাখা হয়েছে। মহানায়ক উত্তমকুমার এবং রবীন্দ্র সরোবর স্টেশনের মাঝখানে লাইনে জল জমে যাওয়ায় এই পরিষেবা বন্ধ করা হয়েছে।
যদিও উত্তর কলকাতার যাত্রীদের জন্য স্বস্তির খবর রয়েছে। দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত ব্লু লাইন এবং গ্রিন লাইনে সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত মেট্রো পরিষেবা স্বাভাবিক রয়েছে। শহরজুড়ে জল জমার কারণে সাধারণ মানুষের যাতায়াত ব্যবস্থায় ব্যাপক প্রভাব পড়েছে।