গুণী শিল্পীর বিদায়ে শোকে বিহ্বল জনতা, জুবীন গর্গের স্ত্রীর এক স্পর্শে থমকে গেল সময় – এবেলা

এবেলা ডেস্কঃ

দেশের জনপ্রিয় গায়ক জুবীন গর্গকে শেষ বিদায় জানাতে মঙ্গলবার গুয়াহাটিতে উপচে পড়া ভিড় দেখা যায়। কামারকুচি শ্মশানঘাটে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু সহ বহু বিশিষ্টজন তাঁকে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন। ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে মর্মান্তিক দুর্ঘটনায় এই গুণী শিল্পীর আকস্মিক মৃত্যুতে তাঁর স্ত্রী গরিমা শোকে ভেঙে পড়েন। শেষকৃত্যের সময় তাঁর কান্নায় উপস্থিত সকলের চোখ অশ্রুসিক্ত হয়ে ওঠে। স্বামীর নিথর দেহে তাঁর শেষ স্পর্শের সেই দৃশ্য উপস্থিত সকলকে বিশেষভাবে আবেগাপ্লুত করে তোলে।

গুয়াহাটি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে তাঁর মরদেহ যখন শ্মশানঘাটে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন প্রিয় শিল্পীর শেষ দর্শনের জন্য হাজার হাজার মানুষের ঢল নামে রাস্তার দুপাশে। তিন দিনের রাষ্ট্রীয় শোকের পর মঙ্গলবার গান স্যালুট ও বন্দুকের স্যালুটের মাধ্যমে এই জনপ্রিয় শিল্পীর শেষকৃত্য সম্পন্ন হয়। শ্মশানঘাটে জুবীনের জনপ্রিয় গানগুলো বাজানো হয়, যা সমগ্র পরিবেশকে আরও বিষণ্ণ করে তোলে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *