ছত্তিশগড়ে রহস্যময় অভিযান, নিহত দুই শীর্ষ মাওবাদী নেতা – এবেলা
September 25, 2025

এবেলা ডেস্কঃ
ছত্তিশগড়ের গভীর জঙ্গলে যৌথবাহিনীর এক গোপন অভিযানে বড় সাফল্য এসেছে। ২২শে সেপ্টেম্বর অবুঝমাঢ় এলাকায় আচমকাই শুরু হয় পুলিশ, সিআরপিএফ ও আইটিবিপি’র বিশেষ বাহিনীর যৌথ অভিযান। জানা গেছে, গোপন সূত্রে খবর পাওয়ার পর এই অভিযান চালানো হয়। দীর্ঘ সময় ধরে চলা গুলির লড়াইয়ের পর দুই শীর্ষ মাওবাদী নেতা নিহত হয়। তাদের নাম কাট্টা রামচন্দ্র রেড্ডি ওরফে রাজু দাদা এবং কাদারি সত্যনারায়ন রেড্ডি ওরফে কোসা দাদা। এদের প্রত্যেকের মাথার দাম ছিল ৪০ লক্ষ টাকা।
নিহত দুই মাও নেতা তেলেঙ্গানার বাসিন্দা এবং সাধারণ মানুষকে হত্যার মূল চক্রী ছিল। পুলিশ ঘটনাস্থল থেকে একটি একে-৪৭, একটি ইনসাস রাইফেল এবং প্রচুর বিস্ফোরক উদ্ধার করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই সাফল্যের প্রশংসা করেছেন। এই ঘটনা মাওবাদী সংগঠনের কাছে এক বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে।