দুর্গাপূজায় ছেলে হলে এই ১০টি নামে মা দুর্গার আশীর্বাদ! – এবেলা

এবেলা ডেস্কঃ
শারদীয়া দুর্গোৎসবে নতুন প্রাণ পৃথিবীতে আসে, যারা যেন এক বিশেষ শক্তি আর তেজ নিয়ে জন্মায়। এই পুণ্য তিথিতে যদি আপনার ঘরে পুত্রসন্তান আসে, তবে তার জন্য বেছে নিতে পারেন এমন কিছু নাম, যা সরাসরি দেবী দুর্গার সঙ্গে সম্পর্কিত এবং প্রতিটিই অর্থপূর্ণ ও শক্তিশালী। মা দুর্গা যেমন সাহস ও শক্তির প্রতীক, তেমনই তাঁর সঙ্গে জড়িত নামগুলো ইতিবাচক শক্তিতে ভরপুর, যা আপনার সন্তানের ব্যক্তিত্বে গভীর প্রভাব ফেলতে পারে।
শৌর্য, আরভ, অদ্বিক, আদিত্য, বিহান, ওজস্ব, অন্বেষ, ত্রিনয়ন, শিভাংশ, এবং আরুষ—এই ১০টি নাম দেবী দুর্গা ও তাঁর বিভিন্ন রূপের সঙ্গে জড়িত। প্রতিটি নামের পেছনেই রয়েছে এক গভীর আধ্যাত্মিক বার্তা, যা আপনার ছেলের জীবনকে আলোকিত করতে পারে। এসব নাম কেবল সনাতনী ঐতিহ্য বহন করে না, বরং আধুনিক রুচির সঙ্গেও মানানসই। এই নামগুলো বেছে নেওয়া কেবল ধর্মীয় দিক থেকেই শুভ নয়, বরং প্রতিটি নামের মধ্যেই রয়েছে একটি শক্তিশালী ও সুন্দর বার্তা।