এবার ভারত আঘাত করবে চলন্ত ট্রেন থেকে! প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন ইতিহাস, কী এমন ক্ষমতা পেল দেশের সেনা – এবেলা

এবেলা ডেস্কঃ
প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন এক মাইলফলক স্পর্শ করল ভারত। রেলভিত্তিক মোবাইল লঞ্চার থেকে সফলভাবে পরীক্ষা করা হয়েছে অত্যাধুনিক অগ্নি-প্রাইম ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্র ২ হাজার কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম।
এই সাফল্যের পর ভারত এমন বিরল দেশগুলোর তালিকায় যুক্ত হলো, যারা চলন্ত রেল নেটওয়ার্ক থেকে ক্যানিস্টারাইজড লঞ্চ সিস্টেম ব্যবহার করে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করতে পারে। এটি ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করেছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘আত্মনির্ভর ভারত’ উদ্যোগের এক বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এক্সে দেওয়া পোস্টে এই সফল পরীক্ষার খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, পরবর্তী প্রজন্মের এই ক্ষেপণাস্ত্রটিতে একাধিক আধুনিক প্রযুক্তি যুক্ত করা হয়েছে। বিশেষভাবে তৈরি এই রেলভিত্তিক মোবাইল লঞ্চার খুব সহজেই রেল নেটওয়ার্কের মাধ্যমে চলাচল করতে পারে এবং দ্রুত ও গোপনে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সম্ভব করে তোলে।
রাজনাথ সিং এই সাফল্যের জন্য ডিআরডিও, স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড (এসএফসি) এবং সশস্ত্র বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন। তার মতে, এই অর্জনের মাধ্যমে ভারত এলিট ক্লাবের সদস্যপদ পেল।
প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন, এটি ভারতের কৌশলগত শক্তি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। প্রতিরক্ষা মহলের মতে, চলন্ত রেল থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের এই ক্ষমতা শত্রুপক্ষের জন্য এক নতুন চ্যালেঞ্জ তৈরি করবে।
উল্লেখ্য, গত অগস্ট মাসে ব্যালিস্টিক মিসাইল ‘অগ্নি ৫’-এরও সফল পরীক্ষা হয়েছিল। ওড়িশার চাঁদিপুরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে উৎক্ষেপণ করা হয় ওই ক্ষেপণাস্ত্রটি, যা একাধিক ওয়ারহেড বহন করতে সক্ষম। এর পাশাপাশি, ওই মাসেই সফল হয়েছিল ভারতের নিজস্ব ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স উইপন সিস্টেম (IADWS)-এর প্রথম পরীক্ষামূলক উড়ানও।