প্রিয় জুবিনের জন্য শেষ উপহার স্ত্রীর, পান দিয়েই করলেন শ্রদ্ধার্ঘ্য – এবেলা
September 25, 2025

এবেলা ডেস্কঃ
অকালে চলে যাওয়া জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গর্গকে শেষ বিদায় জানাতে শোকে আচ্ছন্ন গোটা আসাম। গত শুক্রবার সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে মৃত্যু হয় তাঁর। মঙ্গলবার কামরূপের সোনাপুরে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। এই শোকের দিনে স্বামীর পাশে ছিলেন স্ত্রী গরিমা শইকীয়া। স্বামীর জন্য শেষ শ্রদ্ধাজ্ঞাপন করতে তিনি এক বিশেষ উপহার দেন, যা দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন সবাই।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, গরিমা নিজের হাতে পান সাজছেন। জুবিন পানের খুব ভক্ত ছিলেন। তাই স্বামীর জন্য এটাই ছিল তাঁর শেষ উপহার। এই দৃশ্য দেখে আবেগে ভাসেন জুবিন ভক্তরাও। শিল্পীর মৃত্যু ঘিরে এখনও ধোঁয়াশা থাকলেও, তাঁর অকাল প্রয়াণে আসামের সাংস্কৃতিক জগতে যে শূন্যতা তৈরি হয়েছে, তা পূরণ হওয়ার নয়।