আন্তর্জাতিক মহলে বিপাকে সূর্যকুমার, কঠোর শাস্তির মুখে পড়তে পারেন ভারতীয় অধিনায়ক – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা: এশিয়া কাপে পাকিস্তানকে হারিয়ে যেখানে ভারতের আত্মবিশ্বাস তুঙ্গে, সেখানে ম্যাচ পরবর্তী কিছু মন্তব্যের জেরে আইসিসির তদন্তের মুখে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB) আনুষ্ঠানিক অভিযোগের ভিত্তিতেই এই তদন্ত শুরু হয়েছে।

১৪ সেপ্টেম্বর, ভারত-পাকিস্তান ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সূর্যকুমার নিহত ভারতীয় সেনাদের প্রতি জয় উৎসর্গ করেন। এরপর সাংবাদিক সম্মেলনে তিনি জানান, ভারত সরকার এবং বিসিসিআইয়ের নির্দেশে পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত মেলানো হয়নি।

সূর্যকুমারের এই মন্তব্যকেই রাজনৈতিক বলে অভিযোগ করেছে পিসিবি। তাদের মতে, খেলার মঞ্চে এমন রাজনৈতিক বার্তা দিয়ে তিনি ক্রিকেটের নিরপেক্ষতাকে ক্ষুণ্ণ করেছেন। দ্য ওয়াল ব্যুরো অনুসারে, ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন ভারতীয় টিম ম্যানেজমেন্টকে একটি ই-মেল পাঠিয়েছেন। সেখানে তিনি পিসিবির দুটি রিপোর্ট জমা দেওয়ার কথা জানিয়েছেন। রিচার্ডসন মনে করেন, সূর্যকুমারের মন্তব্য খেলার ভাবমূর্তি নষ্ট করেছে এবং আনুষ্ঠানিকভাবে তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা উচিত।

এই পরিস্থিতিতে সূর্যকুমারের সামনে এখন দুটি পথ খোলা। হয় তিনি অভিযোগ মেনে নিয়ে শাস্তি স্বীকার করবেন, অথবা আনুষ্ঠানিক শুনানিতে উপস্থিত হবেন। সেখানে ম্যাচ রেফারি, বিসিসিআই এবং পিসিবি-র প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

আইসিসির নিয়ম অনুযায়ী, আন্তর্জাতিক ক্রিকেটে রাজনৈতিক মন্তব্য করা কঠোরভাবে নিষিদ্ধ। অথচ পিসিবির অভিযোগ, সূর্যকুমারের মন্তব্যে রাজনীতির প্রভাব স্পষ্ট।

এদিকে, পাকিস্তান ক্রিকেট দলও পুরোপুরি নির্দোষ নয়। হারিস রউফ এবং সাহিবজাদা ফারহানের বিতর্কিত ভঙ্গি নিয়ে বিসিসিআইও আইসিসিতে অভিযোগ জানিয়েছে। একপক্ষ যখন বিমান ভেঙে পড়ার ইঙ্গিত দিচ্ছে, অন্যপক্ষ তখন সেনাদের নাম টানছে। এই পরিস্থিতিতে দুই বোর্ডের মধ্যে দ্বন্দ্ব বেড়েই চলেছে।

ভারতের ফাইনালে ওঠা নিশ্চিত হলেও, অধিনায়কের বিরুদ্ধে তদন্তের খবর দলের উপর নতুন চাপ সৃষ্টি করেছে। শাস্তি কী হবে, তা নির্ভর করছে শুনানির ফলাফলের উপর। সতর্কবার্তা থেকে শুরু করে ম্যাচ-নিষেধাজ্ঞা, সব ধরনের শাস্তিই হতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *