মেঘভাঙা বৃষ্টিতে কলকাতায় মৃত্যুমিছিল, শহরের দুর্ভোগের নেপথ্যে আসল কারণ কী? – এবেলা

এবেলা ডেস্কঃ
কলকাতায় রাতভর মেঘভাঙা বৃষ্টির তাণ্ডবে কার্যত থমকে গিয়েছে জনজীবন। শহরের বিভিন্ন প্রান্তে জল জমে যাওয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। জলমগ্ন হয়ে পড়েছে সল্টলেক, রাজারহাট, নিউটাউনের মতো গুরুত্বপূর্ণ এলাকাও। পুজো কমিটিগুলোও চরম দুর্ভোগে পড়েছে। পরিস্থিতি মোকাবিলায় কলকাতা পুরসভার কন্ট্রোল রুমে জরুরি বৈঠক করেছেন মেয়র ফিরহাদ হাকিম। তিনি এহেন অস্বাভাবিক বৃষ্টি আগে কখনও দেখেননি বলে জানিয়েছেন এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু রুখতে শহরবাসীকে জরুরি কাজ ছাড়া বাইরে না বেরোনোর অনুরোধ করেছেন।
মেয়র ফিরহাদ হাকিম জানান, গার্ডেনরিচ ও গড়িয়ার মতো কিছু এলাকার ড্রেনেজ ব্যবস্থা অত্যন্ত দুর্বল হওয়ায় পরিস্থিতি আরও খারাপ হয়েছে। পাশাপাশি, নদী ও আদি গঙ্গা পরিপূর্ণ থাকায় জমে থাকা জল নিষ্কাশন কঠিন হয়ে পড়েছে। তবে তিনি আশা করছেন, বৃষ্টি বন্ধ হলে এবং জমে থাকা জল সরে গেলে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে। অন্যদিকে, শহরের এই করুণ অবস্থা দেখে উদ্বেগ প্রকাশ করেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দ্রুত সহায়তার পাশাপাশি জমে থাকা জল নিষ্কাশনের জন্য কলকাতা পুরসভাকে ব্যবস্থা নিতে আর্জি জানিয়েছেন।