আমেরিকা কি এবার ভারতের বন্ধুত্বের পরীক্ষা নিচ্ছে, মোদী-ট্রাম্প বৈঠক নিয়ে হঠাৎ কেন ইঙ্গিত? – এবেলা

এবেলা ডেস্কঃ
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্ক এখন এক নতুন মোড়ে। একদিকে যেমন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে একটি উচ্চ-পর্যায়ের বৈঠক খুব তাড়াতাড়ি হতে পারে বলে মার্কিন প্রশাসন ইঙ্গিত দিয়েছে, অন্যদিকে তেমনি রাশিয়ার থেকে তেল কেনা নিয়ে নতুন করে চাপ তৈরি হচ্ছে। মার্কিন পররাষ্ট্র দফতরের এক শীর্ষ কর্তা দাবি করেছেন, দুই দেশের সম্পর্ক খুবই মজবুত এবং শিগগিরই দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন হবে। এমনকি, চতুর্দেশীয় বা কোয়াড শীর্ষ সম্মেলনের তারিখ নিয়েও দুই দেশের মধ্যে আলোচনা চলছে।
তবে সাম্প্রতিক কিছু সংবাদ মাধ্যমে এমনও খবর এসেছিল যে, দ্বিপাক্ষিক টানাপোড়েনের কারণে ট্রাম্প হয়তো কোয়াড বৈঠকে ভারতে আসবেন না। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন থেকে আসা এই বার্তা সেই জল্পনার বরফ গলিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ভারতের রাশিয়া থেকে জ্বালানি কেনা নিয়ে যে অস্বস্তি তৈরি হয়েছিল, তা দ্রুত কেটে যাবে বলেও আশাবাদী ওয়াশিংটন।
এর মধ্যেই মার্কিন জ্বালানি সচিব ক্রিস রাইট সরাসরি ভারতের রাশিয়া থেকে তেল কেনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, মস্কো থেকে ভারতের অপরিশোধিত তেল কেনা মানে পরোক্ষে ইউক্রেনে রুশ আগ্রাসনকে মদত দেওয়া। একই সঙ্গে তিনি ভারতকে রাশিয়ার তেল কেনা বন্ধ করার আহ্বান জানিয়েছেন। যদিও তিনি এও বলেছেন যে আমেরিকা ভারতকে শাস্তি দিতে চায় না, তবে তাদের ইঙ্গিত স্পষ্ট, রাশিয়ার পরিবর্তে অন্য কোনও দেশ থেকে ভারতের তেল কেনা উচিত।
জম্মু-কাশ্মীর ইস্যুতে মার্কিন প্রশাসনের অবস্থান অবশ্য আগের মতোই। তারা এটিকে ভারত ও পাকিস্তানের একটি সম্পূর্ণ দ্বিপাক্ষিক বিষয় হিসেবে দেখছে এবং সরাসরি মধ্যস্থতা করার কোনও ইচ্ছে তাদের নেই বলে জানিয়েছে। এই পরিস্থিতিতে, মোদী-ট্রাম্পের আসন্ন বৈঠক এবং ভারত-মার্কিন সম্পর্কের এই দ্বিমুখী চিত্রটি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।