অভিনয় করতে করতেই না ফেরার দেশে রামলীলার দশরথ – এবেলা
September 25, 2025

এবেলা ডেস্কঃ
হিমাচল প্রদেশের চাম্বায় এক মর্মস্পর্শী ঘটনা ঘটেছে। ২৫ বছরেরও বেশি সময় ধরে চাম্বা চৌগানের রামলীলার সঙ্গে যুক্ত প্রবীণ অভিনেতা অম্রেশ মহাজন (৭০) মঞ্চে অভিনয় করার সময়েই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। গত মঙ্গলবার রাত প্রায় সাড়ে আটটা নাগাদ রাজা দশরথের চরিত্রে সংলাপ বলার সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। মঞ্চেই মৃত্যুর কোলে ঢলে পড়েন রামলীলা খ্যাত এই শিল্পী।